Home Bangla Recent আরো ২৯ কারখানার ত্রুটি সংশোধন করেছে অ্যালায়েন্স

আরো ২৯ কারখানার ত্রুটি সংশোধন করেছে অ্যালায়েন্স

মোট সংখ্যা দাঁড়াল ১৯৫

আরো ২৯টি কারখানার ত্রুটি মেরামত করেছে অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি। গত সেপ্টেম্বরে তাদের সদস্যভুক্ত কারখানাগুলোর মধ্যে এ সংশোধনী কর্মপরিকল্পনা (ক্যাপ) সম্পন্ন করা হয়। এর ফলে উত্তর আমেরিকার ক্রেতাজোটটির কারখানাগুলোর সংস্কারকাজ শেষ করেছে এমন কারখানার মোট সংখ্যা দাঁড়াল ১৯৫টি।

গতকাল রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় অ্যালায়েন্সের ঢাকা কার্যালয়। এতে আরো বলা হয় প্রথম এবং দ্বিতীয় ত্রৈমাসিকের চেয়ে তৃতীয় ত্রৈমাসিকে সংশোধনী কর্মপরিকল্পনা সম্পন্ন হয়েছে প্রায় ৪ গুণেরও বেশি।

ক্যাপ সম্পন্নকারী কারখানাগুলো হলো এআরকে ওয়াশিং, আয়েশা ক্লোথিং করপোরেশন লিমিটেড, আয়েশা ওয়াশিং লিমিটেড, ব্যবিলন ট্রিমস লিমিটেড (পিকেজি), সিভিক অ্যাপারেলস লিমিটেড, কালার সিটি, কলোসাস অ্যাপারেল লিমিটেড ইউনিট-২, কনফিডেন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কর্টজ অ্যাপারেল লিমিটেড, ডিবি টেক্স লিমিটেড, ঢাকারিয়া লিমিটেড, (ইয়াপুং ইনকরপোরেশন), ডিএনভি ক্লথিং লিমিটেড, গ্লোবাল নাসা ওয়্যার লিমিটেড, হামজা টেক্সটাইল লিমিটেড, ইমপ্রেসিভ গার্মেন্ট (প্রাইভেট লিমিটেড), ইন্টিমেট অ্যাটায়ার লিমিটেড, মাহদিন  সোয়েটার লিমিটেড, মাম গার্মেন্টস লিমিটেড, মানসিন কোং (বিডি) লিমিটেড, মারিনা অ্যাপারেলস লিমিটেড, মাইমুম টেক্সটাইল লিমিটেড, নাসা বেসিক লিমিটেড, নাসা ফ্যাশন লিমিটেড, নাসা হাই-টেক ওয়্যার লিমিটেড, ওয়ান কম্পোজিট মিলস লিমিটেড, ট্রাই অন সু ম্যাটেরিয়াল বিডি লিমিটেড, সান অ্যাপারেল লিমিটেড, সামজের রেজিয়া ফ্যাশন লিমিটেড এবং দি সিভিল ইঞ্জিনিয়ারস লিমিটেড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here