Home Bangla Recent বিশ্বে তুলা আবাদ বাড়বে ৫%

বিশ্বে তুলা আবাদ বাড়বে ৫%

২০১৭-১৮ মৌসুম

আসছে মৌসুমে বিশ্বে তুলা আবাদ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে ইন্টারন্যাশনাল কটন অ্যাডভাইজরি কমিটি (আইসিএসি)। সংস্থাটির হিসাব অনুযায়ী, ২০১৭-১৮ মৌসুমে বিশ্বের ৩ কোটি ৮ লাখ হেক্টর জমিতে তুলা আবাদ হতে পারে, যা চলতি মৌসুমের তুলনায় ৫ শতাংশ বেশি। খবর ফাইবার টু ফ্যাশন।

বৈশ্বিক তুলা আবাদ ও উৎপাদন-সম্পর্কিত আইসিএসির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বাড়তি উৎপাদনের কারণে আগামী মৌসুমে বিপুল পরিমাণ তুলা উদ্বৃত্ত থাকবে।

আগামী মৌসুমে বিশ্বে তুলা আবাদ সবচেয়ে বেশি বাড়বে অন্যতম শীর্ষ উৎপাদক ভারতে। আইসিএসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭-১৮ মৌসুমে দেশটির ১ কোটি ১৩ লাখ হেক্টরে তুলা আবাদ হবে, যা চলতি মৌসুমের তুলনায় ৭ শতাংশ বেশি। দেশটির সরকার কৃষকদের তুলা আবাদে আগ্রহী করতে নানামুখী উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগের ধারাবাহিকতায় আসছে মৌসুমে দেশটিতে তুলা আবাদ বাড়বে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, আগামী মৌসুমে বাড়তি আবাদ ও উৎপাদনের কারণে ভারতে গত পাঁচ বছরের গড় উৎপাদন চিত্রে বেশ ইতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে। সংস্থাটির তথ্যমতে, পূর্বাভাস অনুযায়ী ভারতে তুলা আবাদ হলে, দেশটিতে পাঁচ বছরে পণ্যটির গড় উৎপাদন ৩ শতাংশ বেড়ে ৬০ লাখ টনের কাছাকাছি চলে আসবে।

আরেক শীর্ষ উৎপাদক চীনেও বাড়বে পণ্যটির আবাদ। আইসিএসির তথ্যমতে, ২০১৭-১৮ মৌসুমে চীনের ২৯ লাখ হেক্টরে তুলা আবাদ হবে, যা চলতি মৌসুমের তুলনায় ৩ শতাংশ বেশি। আর উৎপাদন ১ শতাংশ বেড়ে ৪৮ লাখ টনে উন্নীত হবে। পূর্বাভাস সত্যি হলে গত পাঁচ মৌসুমের মধ্যে প্রথমবার প্রবৃদ্ধির মুখ দেখবে চীনের তুলা উৎপাদন।

যুক্তরাষ্ট্রে তুলা আবাদে প্রবৃদ্ধির হারটি সবচেয়ে বেশি। ২০১৭-১৮ মৌসুমে দেশটিতে তুলা আবাদ ১২ শতাংশ বাড়বে বলে জানিয়েছে আইসিএসি। সংস্থাটির হিসাবমতে, আগামী মৌসুমে যুক্তরাষ্ট্রে ৪৩ লাখ হেক্টরে তুলা আবাদ হবে। আর পণ্যটির হেক্টরপ্রতি উৎপাদন হবে ৯৩৮ কেজি। সাকুল্যে ২০১৭-১৮ মৌসুমে ৪০ লাখ টন তুলা উৎপাদন হতে পারে যুক্তরাষ্ট্রে, যা চলতি মৌসুমের তুলনায় ৮ শতাংশ বেশি।

একইভাবে আগামী মৌসুমে ব্রাজিল ও অস্ট্রেলিয়ায় তুলা আবাদ যথাক্রমে ২ ও ৩ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আইসিএসি। এর মধ্যে ব্রাজিলের ৯ লাখ ৫০ হাজার ও অস্ট্রেলিয়ার ৫ লাখ ৭৪ হাজার হেক্টরে পণ্যটির আবাদ হবে। ব্রাজিলে উৎপাদন হতে পারে ১৪ লাখ টন তুলা। অন্যদিকে অস্ট্রেলিয়ায় ১০ লাখ টন তুলা উৎপাদনের পূর্বাভাস রয়েছে, যা চলতি মৌসুমের তুলনায় ৪ শতাংশ বেশি।

তবে আগামী মৌসুমে শীর্ষ ১০ উৎপাদক দেশের তালিকায় থাকা উজবেকিস্তানে পণ্যটির আবাদ কমবে বলে জানিয়েছে আইসিএসি। সংস্থাটির তথ্যমতে, ২০১৭-১৮ মৌসুমে দেশটিতে ১২ লাখ হেক্টরে তুলা আবাদ হতে পারে, যা চলতি মৌসুমের তুলনায় ৪ শতাংশ কম। উৎপাদন হ্রাসের কারণ হিসেবে আইসিএসির প্রতিবেদনে বলা হয়েছে, উজবেকিস্তানের সরকার দেশটিতে তুলার বদলে কৃষকদের অন্য ফসল আবাদে উত্সাহ দিচ্ছে। এ কারণেই পণ্যটির আবাদ কমছে।

এদিকে আগামী মৌসুমে তুলা মিলগুলোয় ব্যবহারের জন্য বিপুল পরিমাণ তুলা উদ্বৃত্ত থাকবে বলে পূর্বাভাস প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর মধ্য দিয়ে টানা তিন মৌসুম পণ্যটি উদ্বৃত্ত হিসেবে থাকতে যাচ্ছে। বাড়ানো হয়েছে পণ্যটি ব্যবহারের পূর্বাভাসও। ২০১৭-১৮ মৌসুমে বিশ্বে ২ কোটি ৪৬ লাখ টন তুলা

ব্যবহার হতে পারে, যা চলতি মৌসুমের তুলনায় ২ শতাংশ বেশি। এর মধ্যে আগের মৌসুমের তুলনায় ১ শতাংশ বেড়ে চীনে ৭৭ লাখ টন তুলা ব্যবহার হবে, যা পণ্যটির বৈশ্বিক ব্যবহারের ৩০ শতাংশ। একই ভাবে ২ শতাংশ বেড়ে ভারতে ৫১ লাখ টন তুলা ব্যবহার হতে পারে। এছাড়া ২০১৭-১৮ মৌসুমে পাকিস্তান ২৩ লাখ ও বাংলাদেশ ১৫ লাখ টন তুলা ব্যবহার করতে পারে বলে জানিয়েছে আইসিএসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here