Home Bangla Recent গার্মেন্টে ন্যূনতম মজুরি ১০ হাজার টাকা করার দাবি

গার্মেন্টে ন্যূনতম মজুরি ১০ হাজার টাকা করার দাবি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বাড়িভাড়াসহ জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম শ্রম মজুরি ১০ হাজার টাকা করার দাবি জানিয়েছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।

গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষ এবং সাধারণ সম্পাদক জলি তালুকদারের পাঠানো ওই বিবৃতিতে ন্যূনতম মূল মজুরি ১০ হাজার এবং মোট মজুরি ১৬ হাজার টাকা ঘোষণার দাবি জানানো হয়।

এতে আরো বলা হয়, দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি এবং বাড়িভাড়াসহ জীবনযাত্রার ব্যয় কয়েক গুণ বৃদ্ধি পাওয়ায় প্রায় দুই বছর ধরে গার্মেন্ট শ্রমিকরা মজুরি বৃদ্ধির জন্য আন্দোলন করে আসছে। কিন্তু শ্রমিকদের বাঁচার মতো মজুরির দাবিতে সরকার ও মালিকপক্ষ কর্ণপাত করেনি। উপরন্তু আন্দোলন দমনে জুলুম-নির্যাতনের পথ বেছে নিয়েছে। নেতারা আরো বলেন, গণমাধ্যমের খবরে প্রকাশ, মালিক সমিতি মজুরি বৃদ্ধি করে নতুন ন্যূনতম মজুরি ঘোষণার জন্য সরকারের কাছে লিখিত প্রস্তাব দিয়েছে, যা ইতিবাচক এবং শ্রমিকপক্ষের দাবির যৌক্তিকতা প্রতিষ্ঠা করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here