Home বাংলা নিউজ বেশি সম্পদের মালিক এশিয়ার মিলিয়নেয়াররা: ওয়ার্ল্ড ওয়েলথ রিপোর্ট

বেশি সম্পদের মালিক এশিয়ার মিলিয়নেয়াররা: ওয়ার্ল্ড ওয়েলথ রিপোর্ট

বেশি সম্পদের মালিক এশিয়ার মিলিয়নেয়াররা: ওয়ার্ল্ড ওয়েলথ রিপোর্ট

এশিয়ায় মিলিয়নেয়ারের সংখ্যা এখন ৫১ লাখ। উত্তর আমেরিকা ও ইউরোপসহ অন্যান্য অঞ্চলের চেয়ে দ্রুত বাড়ছে এ সংখ্যা। এশিয়ার ধনবানদের মধ্যে যাদের অন্তত ১০ লাখ ডলারের সম্পদ রয়েছে, এমন মিলিয়নেয়ারের হাতে এখন বিশ্বের অন্যান্য অঞ্চলের মিলিয়নেয়ারদের চেয়ে বেশি সম্পদ রয়েছে। সম্পদের হিসাবে এবার উত্তর আমেরিকানদের ছাড়িয়ে গেছেন এশিয়ানরা।

‘ওয়ার্ল্ড ওয়েলথ রিপোর্ট’ অনুযায়ী ২০১৫ সালের হিসাবে এশিয়ার মিলিয়নেয়ারদের হাতে সম্পদ রয়েছে ১৭.৪ ট্রিলিয়ন ডলার। উত্তর আমেরিকার মিলিয়নেয়ারদের রয়েছে ১৬ দশমিক ৬ ট্রিলিয়ন ডলার। ইউরোপে মিলিয়নেয়ারদের সম্পদ বেড়েছে ৪ দশমিক ৮ শতাংশ। গত বছর বিশ্বব্যাপী মিলিয়নেয়ারদের সম্পদ ৪ শতাংশ বেড়ে ৬০ ট্রিলিয়ন হয়েছে। ক্যাপজেমিনি নামে এক আর্থিক প্রতিষ্ঠান জরিপের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করেছে। একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি সাড়ে ৪৪ লাখ মিলিয়নেয়ার রয়েছেন। আর এশিয়ার ৫১ লাখ মিলিয়নেয়ারের মধ্যে জাপান ও চীনের রয়েছেন ১০ লাখ করে।

 

প্রতিবেদনে দেখা যায়, এশিয়ার দেশগুলোতে মিলিয়নেয়ারদের সম্পদ ২০১৫ সালে ৯ দশমিক শতাংশ বেড়েছে। জাপান ও চীনের শ্লথগতির মধ্যেও প্রবৃদ্ধি হয়েছে। মূলত আর্থিক সেবা, প্রযুক্তি ও স্বাস্থ্যসেবা শিল্পের উন্নতি এশিয়ার এ প্রবৃদ্ধিকে এগিয়ে নিয়েছে। চীনে এ বছর নতুন করে এক লাখ ৪৪ হাজার মিলিয়নেয়ার যুক্ত হয়েছেন। সিএনএন মানি, বিবিসি।