চীনের নেতৃত্বে ছয় দেশের ১১টি বন্দর নিয়ে ‘পূর্ব এশিয়া বন্দর ইউনিয়ন’ গঠিত হয়েছে। মঙ্গলবার চীনের শান তুং প্রদেশের ছিং তাও শহরে আনুষ্ঠানিকভাবে এ ইউনিয়ন গঠন করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে চায়না রেডিও ইন্টারন্যাশনাল-সিআরআই। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এ ইউনিয়ন গঠিত হওয়ার ফলে সামুদ্রিক সিল্ক রুটের সংশ্লিষ্ট বন্দরগুলোর মধ্যে সহযোগিতা ত্বরান্বিত করা সহজ হবে।
ইউনিয়নের প্রথম পরিষদ সদস্যের মধ্যে মালয়েশিয়ার পোর্ট কেলাং, দুবাই গ্লোবল পোর্ট গ্রুপ, দক্ষিণ কোরিয়ার বুসান বন্দর, জিবুটির জিবুটি বন্দর, পাকিস্তানের পোর্ট কাসিম এবং চীনের ছিং তাও বন্দর, তা লিয়ান বন্দর, রি জাও বন্দর, লিয়ান ইয়ুন বন্দর, নান চিং বন্দর ও ওয়েই হাই বন্দর রয়েছে। বন্দর ইউনিয়নের কার্যক্রম শুরু হওয়ার পর সদস্যদের মধ্যে তথ্য বিনিময় এবং বাণিজ্য সরবরাহ ও কাস্টমস সুবিধাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়বে।