বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, শ্রমিকদের বেতন বাড়ানোর অজুহাতে অনুরোধের পরও তৈরি পোশাকের দাম বাড়ায়নি বিদেশি ক্রেতারা। পোশাকের দাম বাড়ালে মালিকদের চাপ দিয়ে শ্রমিকদের বেতন বাড়ানো হবে। গতকাল রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, পৃথিবীর কোনো দেশে অ্যাকর্ড ও অ্যালায়েন্সের কার্যক্রম নেই। আমাদের দেশের কারখানা পরিদর্শনের জন্য জনবল তিনগুণ করা হয়েছে। শুধু বাংলাদেশেই শ্রমিক, কারখানা নিরাপত্তা ও শ্রমিকদের অধিকারের কথা বলা হয়। চীন, ভারত ও ভিয়েতনামসহ যেসব দেশ কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে পোশাক রপ্তানি করে তাদের দেশে এসব বলা হয় না। ডলারের দাম বাড়া প্রসঙ্গে তিনি বলেন, ডলারের দাম সম্পর্কে আমাদের এমন সিদ্ধান্ত নিতে হবে, যাতে রপ্তানি ও আমদানিকারক কারোরই ক্ষতি না হয়; আবার নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও যেন না বাড়ে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মজিবুল হক।
এ ছাড়া গতকাল আরেকটি অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, নির্বাচনের আগে সব দলই কৌশল অবলম্বন করে। বিজয়ের জন্য অনেক কিছুই করতে হয়। কিন্তু তা দলের আদর্শকে ভূলুণ্ঠিত করে নয়। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রয়াত সদস্যদের সন্তানদের শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে হেফাজতের সঙ্গে সরকারের ঘনিষ্ঠতা নিয়ে সমালোচনার প্রতি ইঙ্গিত করে তিনি এ কথা বলেন।
আয়োজক সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিলবোর্ড অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানে ১৭ সাংবাদিক পরিবারের সন্তানের হাতে শিক্ষাবৃত্তির ২৪ হাজার টাকা তুলে দেন তোফায়েল আহমেদ।