Home Bangla Recent সংস্কারের কারণে পোশাক শিল্পে উৎপাদন ব্যয় বাড়ছে

সংস্কারের কারণে পোশাক শিল্পে উৎপাদন ব্যয় বাড়ছে

rmg

কয়েক বছর ধরে তৈরি পোশাক শিল্পে চলছে কারখানা সংস্কারকাজ। বাড়ছে পণ্যের উৎপাদন ব্যয়। চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে এ খাতের প্রবৃদ্ধিও বেশ কম, লক্ষ্যমাত্রার ৪ ভাগের মাত্র ১ ভাগ। এমন অবস্থায় আসছে বাজেটে উৎসে কর বন্ধসহ কর্পোরেট কর ১০ শতাংশ করার দাবি পোশাক রফতানিকারকদের। এদিকে, কারখানা সংস্কারকাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বাজেটে আলাদা তহবিল গঠনের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা।

চলতি অর্থবছরের বাজেট বক্তৃতায় পোশাক খাতের উৎসে কর দেড় শতাংশ এবং কর্পোরেট কর ৩০ শতাংশ করার প্রস্তাব দিয়েছিলেন অর্থমন্ত্রী। তবে শেষ পর্যন্ত তা কার্যকর করতে পারেননি। ব্যবসায়ীদের দাবির মুখে তা যথাক্রমে দশমিক ৭ ও ২০ শতাংশ নির্ধারণ করেন। প্রায় এক বছরে পোশাক শিল্পে হয়েছে অনেক ওঠানামা। গেল অর্থবছরে যেখানে পোশাক খাতের প্রবৃদ্ধি ছিল ১০ শতাংশের বেশি, সেখানে চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে প্রবৃদ্ধি মাত্র ২ দশমিক ২১ শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here