বিশ্বে তুলা উৎপাদন বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি সংস্থা ইউএসডিএ। সংস্থার সর্বশেষ পূর্বাভাসে বলা হয়, ২০১৭-১৮ মৌসুমে বিশ্বে তুলা উৎপাদন হবে ১১৪.৭ মিলিয়ন বেল, যা আগের পূর্বভাসের চেয়ে প্রায় ১.৩ শতাংশ বেশি।
এর আগে বলা হয়েছিল তুলা উৎপাদন হবে ১১৩.২ মিলিয়ন বেল। এ সময়ে তুলা উৎপাদন এক বছর আগের চেয়ে বাড়বে ৮.২ শতাংশ।
‘কটন : ওয়ার্ল্ড মার্কেটস অ্যান্ড ট্রেন্ডস’ শীর্ষক মাসিক এ প্রতিবেদনে ইউএসডিএ আরো জানায়, বেশ কিছু অঞ্চলে তুলার আবাদ বাড়বে। বিশেষ করে পাকিস্তান, চীন, মেক্সিকোসহ আরো কিছু দেশে আবারও উৎপাদন বাড়ায় সার্বিকভাবে উৎপাদন বাড়বে। তুলার উৎপাদন বাড়ার পাশাপাশি ব্যবহারও ২.২ শতাংশ বাড়বে বলে প্রতিবেদনে জানানো হয়। বিশেষ করে চীন, ভারত ও পাকিস্তান সব দেশেই তুলার ব্যবহার বাড়বে। ২০১৭-১৮ মৌসুমে পাইকারি পর্যায়ে তুলার দাম পাউন্ডপ্রতি গড়ে ৬৪ সেন্ট থাকবে বলে সংস্থা জানায়।
এদিকে ইন্টারন্যাশনাল কটন অ্যাডভাইজরি কমিটির (আইসিএসি) এক প্রতিবেদনে বলা হয়, এ মৌসুমে তুলার উচ্চমূল্য থাকায় আবাদ বাড়বে, ফলে উৎপাদনও বাড়বে। বিশেষ করে চীন ছাড়া বাকি বিশ্বে ২০১৭-১৮ মৌসুমে তুলা উৎপাদন ৫ শতাংশ বেড়ে হবে ১৯ মিলিয়ন টন। এর মধ্যে ভারতে তুলা উৎপাদন ৩ শতাংশ বেড়ে ৬ মিলিয়ন টন হবে। যুক্তরাষ্ট্রে উৎপাদন হবে ৪.২ মিলিয়ন টন। পাকিস্তানে উৎপাদন বাড়বে ১৩ শতাংশ। সবচেয়ে বড় ভোক্তা দেশগুলোতে তুলা উৎপাদন বাড়ায় আমদানি চাহিদা কমবে।