Home Bangla Recent ক্রেতারা চাপে রেখে কম দামে পোশাক কিনছে

ক্রেতারা চাপে রেখে কম দামে পোশাক কিনছে

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিভিন্ন দেশের ক্রেতারা আমাদের চাপ রাখতে চান, যাতে তারা আমাদের কাছ থেকে অল্প টাকায় পোশাক কিনতে পারেন। দেশে এখন সর্বমোট ২৭০টি গ্রিন কারখানা আছে। তাছাড়া বিদেশিদের নিয়ে আমি একাধিকার বিভিন্ন কারখানা পরিদর্শনে গিয়েছি। শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। শ্রমিকরা আমাদের বলেছেন, তারা ভালো আছেন। কই তখন তো বিদেশি ক্রেতারা আমাদের পোশাকের দাম বাড়াননি। আসলে তারা আমাদেরকে চাপে রেখে কম টাকায় পোশাক কিনছে। গতকাল রাজধানীতে তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) ভবনে ‘ডিজিটাল আরএমজি ফ্যাক্টরি ম্যাপিং ইন বাংলাদেশের’ উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, তৈরি পোশাক রফতানিতে বিশ্বে দ্বিতীয় অবস্থানে বলেই বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে। কেননা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান ও ভিয়েতনাম চায় তৈরি পোশাক রফতানিতে বিশ্বের দ্বিতীয় স্থানটি দখল করতে। বাণিজ্যমন্ত্রী বলেন, রানা প্লাজার দুর্ঘটনার পর থেকেই তৈরি পোশাক কারখানাগুলোর অবকাঠামো থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে অনেক ইতিবাচক পরিবর্তন হয়েছে। তবু একটি মহল দেশে-বিদেশে বাংলাদেশের আরএমজি সেক্টরকে নিয়ে অনেক মিথ্যাচার করে চলেছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান ও ভিয়েতনাম চায় তৈরি পোশাক রফতানিতে বিশ্বে দ্বিতীয় স্থানটি দখল করতে। শুধু বাংলাদেশ তৈরি পোশাক রফতানিতে বিশ্বের দ্বিতীয় স্থানটি ধরে রাখায় এই মহলটি আমাদের বিরুদ্ধে নানা মিথ্যাচার করে যাচ্ছে। ‘ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বরং বাস্তব’ একথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন ডিজিটাল দেশ। ডিজিটাল আরএমজি ফ্যাক্টরি ম্যাপিংয়ের মাধ্যমে একজন ক্রেতা সহজেই যে কোনো কারখানার লোকেশন, কারখানাটি দেখতে কেমন এবং এখানে কি কি তৈরি হয় তা জানতে পারবেন। অনুষ্ঠানে জাতীয় নির্বাচন ও ঢাকার জলাবদ্ধতা নিয়েও কথা বলেন বানিজ্যমন্ত্রী। তোফায়েল আহমেদ শ্রাবণের ভারি বর্ষণে রাজধানীতে সৃষ্ট জলাবদ্ধতাকে বন্যার সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, শহরে বন্যা হওয়ায় আমরা দুঃখিত। আগামীতে যেন এমন পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য আমাদের পদক্ষেপ নিতে হবে। জলজট থেকে রক্ষা করার জন্য ঢাকা-চট্টগ্রামে মেগা প্রজেক্ট হাতে নিতে হবে। মানুষের মুখে হাসি ফোটাতে হবে। এটাই হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের কাজ। নির্বাচন নিয়ে তোফায়েল আহমেদ বলেন, সামনে নির্বাচন, আমাদের সবার উচিত নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া। এই সরকারের অধীনে, এই নির্বাচন কমিশনের অধীনেই ২০১৯ সালের ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে যেকোনও দিন নির্বাচন হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা উন্নয়ন সেন্টারের উপদেষ্টা অধ্যাপক রহিম বি তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান, বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ সাদ আন্দালিব, সি অ্যান্ড এ সোর্সং বাংলাদেশের মহাব্যবস্থাপক শান্তনু সিং প্রমুখ। বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান অনুষ্ঠানে পোশাক শিল্পের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, আমরা অনেক ভালো কাজ করলেও সেগুলো আলোচনায় উঠে আসছে না। পোশাক শিল্পের স্বার্থে, শ্রমিকের স্বার্থে সবাইকে ইতিবাচক ও সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে জানানো হয়, তৈরি পোশাক খাতের সব তথ্য নিয়ে তৈরি হচ্ছে এই ডিজিটাল ম্যাপ। এ ম্যাপের মাধ্যমে সহজেই দেশে পোশাক খাতের কারখানার সংখ্যা, অবস্থান, ঠিকানা, দালান কাঠামো, কর্মরত শ্রমিকের সংখ্যাসহ সব তথ্য সহজেই জানা যাবে। ডিজিটাল ম্যাপ প্রকল্পের ব্যবস্থাপক পারভীন সুলতানা হুদা প্রকল্পের বিস্তারিত তুলে ধরে বলেন, প্রকল্পটি বাস্তবায়ন করবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। আগামী ৪ বছরে এটি বাস্তবায়িত হবে। ২০২১ সালের মধ্যে ডিজিটাল ম্যাপ পুরোপুরি চালু করা সম্ভব হবে। এর আওতায় দেশের ২০টি পোশাক উত্পাদনকারী জেলার ১০৪টি উপজেলার পোশাক কারখানাগুলো ডিজিটাল ম্যাপের মধ্যে আসবে। ফলে পৃথিবীর যেকোন প্রান্ত থেকে দেশের এই খাত সম্পর্ক সহজে জানা যাবে। প্রকল্পটি বাস্তবায়নে সহায়তা করছে ব্র্যাক ইউএসএ। দেশের সব কারখানা থেকে তথ্য সংগ্রহ করে ডিজিটাল ম্যাপে নিয়ে আসা হবে। কারখানার মৌলিক তথ্যগুলোর সঙ্গে কারখানা পণ্যের ধরন, উত্পাদন ধরন, নারী ও পুরুষ শ্রমিক, ক্রেতা কারা, কারখানার অনুমোদন ও সনদ, ফায়ার সিস্টেম, হাসপাতাল ব্যবস্থাপনা কতদূর, নিরাপত্তা কমিটি, ট্রেড ইউনিয়ন তথ্য সব থাকবে। সংশ্লিষ্টরা বলছে, সার্বজনীন ও নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি থাকার কারণে দেশের পোশাক খাতের স্বচ্ছতা প্রায়ই প্রশ্নের মুখে পড়ে দেশে ও বিদেশে। সঠিক তথ্যের অপর্যাপ্ততার কারণে এ খাতকে ঘিরে বির্তক ও বিভ্রান্তি রয়েছে। কিন্তু ডিজিটাল ম্যাপিং এর মাধ্যমে এসব দূর হবে। গুগল ম্যাপের অনুরূপ এই ম্যাপে বাংলাদেশের পোশাক খাতের বিস্তারিত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here