Home Bangla Recent ‘পোশাক শ্রমিকদের স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত হচ্ছে না’

‘পোশাক শ্রমিকদের স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত হচ্ছে না’

তৈরি পোশাক খাতের কিছু কিছু কারখানা মালিকের সমালোচনা করে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেছেন, এখনও অনেক কারখানায় শ্রমিকদের স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা হচ্ছে না। স্বাস্থ্যসম্মত পায়খানা নেই এসব কারখানাগুলোতে। অথচ মালিকদের ইচ্ছা থাকলে এই ব্যবস্থাটি নিশ্চিত করা কোনো কঠিন কাজ নয়। জার্মানিভিত্তিক বহুজাতিক কোম্পানি বিএএসএফের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) আওতায় পোশাক শ্রমিকদের হাত ধোয়া কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে শ্রম প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানের আলোচনায় অংশ নেন বিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, বিএএসএফের দক্ষিণ এশিয়ার প্রধান নির্বাহী ড. রামান রামচন্দ্র, প্রতিষ্ঠানের বাংলাদেশের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক সুজন সাহা। শ্রমিক নেতা সিরাজুল ইসলাম রনিসহ কয়েকজন শ্রমিক প্রতিনিধি অংশগ্রহণমূলক পর্বে আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানে বিএএসএফের বার্ষিক মুনাফা থেকে সরকারের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৫০ লাখ টাকার একটি চেক প্রতিমন্ত্রীর হাতে তুলে দেন কর্মকর্তারা। অনুষ্ঠানে জানানো হয়, খাওয়ার আগে-পরে এবং টয়লেট ব্যবহারের পরে ভালোভাবে হাত ধোয়ার মতো জরুরি অভ্যাস সব শ্রমিক মেনে না চলার কারণে ডায়রিয়াসহ জীবাণুবাহী অনেক রোগ-ব্যাধি হচ্ছে। অসুস্থ হয়ে কারখানায় অনপুষ্টিতে থাকছেন শ্রমিকদের উল্লেখযোগ্য একটা অংশ। এতে পোশাক খাতে উত্পাদনশীলতার ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here