ঈদুল আজহা সামনে রেখে আগামী ২৮ আগস্ট থেকে ধাপে ধাপে গার্মেন্ট শ্রমিকদের ছুটি দিতে মালিকদের নির্দেশনা দিয়েছে সরকার। একই সঙ্গে ছুটির আগে গার্মেন্ট শ্রমিকদের বোনাস দিতে বলা হয়েছে। এ ছাড়া ঈদের তিন দিন আগে থেকে মহাসড়কে গরু, ওষুধ ছাড়া অন্য কোনো পণ্যবাহী ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
গতকাল রবিবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঈদুল আজহা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে এক বৈঠকে সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন আইজিপি এ কে এম শহীদুল হক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (জননিরাপত্তা বিভাগ) ড. কামাল উদ্দিন আহমেদ, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদসহ বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘২৮ আগস্ট থেকে পোশাক শ্রমিকদের পর্যায়েক্রমে ছুটি দেওয়া এবং ছুটির আগে তাদের ঈদ বোনাস দিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া বেতন ও অন্যান্য পাওনা শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিশোধ করতে বলা হয়েছে। ঈদযাত্রার পথে যাত্রীদের যেন দুর্ভোগ না হয়, সে জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদে হাইওয়েতে পশুর হাট ও হাইওয়ের কাছে বাজার যেন না বসে সে বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। ’
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ঈদের তিন দিন আগে থেকে নদীতে কোনো বালুবাহী ট্রলার চলবে না এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধ, এক্সপোর্ট ও পশুবাহী ট্রাক ছাড়া অন্যান্য পণ্যবাহী ট্রাক মহাসড়কে চলবে না। ঢাকা মহানগরীর ২৩টি পশুর হাটে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। জাল নোট শনাক্ত করতে হাটে পর্যাপ্ত মেশিন থাকবে।