Home Bangla Recent বাড়তি ৬ মাস থাকতে পারে অ্যালায়েন্স

বাড়তি ৬ মাস থাকতে পারে অ্যালায়েন্স

alliance

নির্ধারিত সময়ের অতিরিক্ত ছয় মাস বাংলাদেশে কার্যক্রম চালিয়ে যেতে পারে পোশাক খাতের সংস্কারবিষয়ক উত্তর আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি। আগামী নভেম্বরে জোটের পরিচালনা পর্ষদের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে কোনো অবস্থাতেই ২০১৮ সালের পর ‘অ্যালায়েন্স’ নামে এ দেশে কাজ করবে না যুক্তরাষ্ট্রের ক্রেতাদের নেতৃত্বে থাকা এই জোট। সরকার গঠিত রেমিডিয়েশন কো-অর্ডিনেশন সেলে (আরসিসি) সদস্য হিসেবে ২০১৮ সালের পর যুক্ত হবে তারা।

আগামী বছরের জুনে জোটের পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার কথা অ্যালায়েন্সের। অ্যালায়েন্স কর্তৃপক্ষ সম্প্রতি বিজিএমইএকে জানিয়েছে, তারা ২০১৮ সালের পর থাকবে না।

অ্যালায়েন্সের এক শীর্ষ কর্মকর্তা গতকাল সমকালকে বলেন, আগের তুলনায় বর্তমানে অ্যালায়েন্সভুক্ত কারখানায় সংস্কার চলছে দ্রুত গতিতে। সংস্কার কর্মপরিকল্পনা (ক্যাপ) অনুযায়ী প্রতি মাসে গড়ে ৫০টি কারখানার শতভাগ সংস্কার কাজ শেষ হচ্ছে। ফলে আগামী বছরের জুন বা পরবর্তী দুই থেকে তিন মাসের মধ্যেই মাঠ পর্যায়ের কার্যক্রম শেষ হয়ে আসবে। তবে প্রতিবেদন তৈরিসহ দাপ্তরিক কাজ গুছিয়ে আনতে আরও হয়তো তিন থেকে চার মাস সময় অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত লেগে যেতে পারে। ডিসেম্বরের অতিরিক্ত সময় এ দেশে কোনো অবস্থাতেই অ্যালায়েন্স থাকবে না।

গত জুলাই পর্যন্ত অ্যালায়েন্সভুক্ত ১১৮টি কারখানার শতভাগ ত্রুটি সংশোধন হয়েছে। ক্যাপ অনুযায়ী পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় এ পর্যন্ত ১৫৭টি কারখানার সঙ্গে সব ধরনের বাণিজ্য সম্পর্ক চ্ছিন্ন করেছে অ্যালায়েন্সভুক্ত ক্রেতারা। এ তালিকায় আরও কিছু কারখানা যুক্ত হতে পারে। ২০১৩ সালে রানা প্লাজা ধসের পর পোশাক শিল্পে নিরাপদ কর্মপরিবেশ উন্নয়নে ওই বছরে জুনে কয়েকটি শ্রমিক সংগঠন, খুচরা ক্রেতা ও ব্র্যান্ডের সমন্বয়ে অ্যালায়েন্স গঠিত হয়। বিশ্ববিখ্যাত ওয়ালমার্ট, জেসিপেনি, টারগেটের মতো ২৯টি ব্র্যান্ড রয়েছে জোটে। জোটের ক্রেতাদের পোশাক সরবরাহ করে এ রকম ৬০০ কারখানার প্রাথমিক পরিদর্শনে চিহ্নিত ত্রুটি এখন সংশোধনের শেষ পর্যায়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here