রাজধানীর হাতিরঝিলের ‘বিষফোঁড়া’ খ্যাত সোনারগাঁও হোটেলের পূর্ব পাশে অবস্থিত বাংলাদেশ পোশাকশিল্প প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) ১৬ তলা ভবন ভাঙতে আরও এক বছর সময় চায় সংগঠনটি। শনিবার বিজিএমইএ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সুপ্রীমকোর্ট ছয় মাস সময় দিয়ে আগামী ১১ সেপ্টম্বরের মধ্যে বিজিএমইএর বর্তমান ভবন ভেঙ্গে ফেলার নির্দেশ দিয়েছেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা রায় ঘোষণার প্রথম দিন থেকেই বলে আসছি নতুন ভবন নির্মাণ হওয়ার সঙ্গে সঙ্গে চলে যাব। তবে নতুন ভবন সম্পন্ন হতে আরও এক বছর সময় লাগবে। তাই আদালতের কাছে আমরা আরও এক বছর সময় চেয়েছি। আশা করছি, সামগ্রিক অর্থনীতিতে এ শিল্পের অবদান বিবেচনা করে আদালত সময় দেবেন।
সিদ্দিকুর রহমান বলেন, পোশাকশিল্প দেশের সবচেয়ে বড় রফতানি খাত। আর এ শিল্পের মুখপাত্র সংগঠন হচ্ছে বিজিএমইএ। সংগঠনটি ৩২০০ কারখানা ও ৪৪ লাখ শ্রমিকের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে একনিষ্ঠভাবে কাজ করে। গুরুত্বপূর্ণ এ সংগঠনের সব দাফতরিক কাজ হয় বিজিএমইএ ভবনে। বিজিএমইএ বেসরকারী খাতের সংগঠন হলেও অনেক সরকারী কাজ করতে হয়। সদস্যভুক্ত প্রতিষ্ঠানের ইউডি, ইউপি, সি/ও এবং মেশিনারিজ আমদানির প্রত্যয়নপত্র বিজিএমইএর দফতর থেকে দেয়া হয়। বিজিএমইএ সভাপতি জানান, রাজধানী উত্তরা ৩য় প্রকল্পে ১৭ নম্বর সেক্টরের বিজিএমইএ ভবন নির্মাণে ৫ বিঘা জমির বরাদ্দ দিয়েছে। গত বৃহস্পতিবার জায়গায় টাকা পরিশোধ করেছি। ভবন নির্মাণে কনসালটেন্ট নিয়োগ দিয়েছি। আশা করছি, এক বছরের মধ্যে ভবন নির্মাণ সম্পূর্ণ হবে। এর আগে গত ১২ মার্চ ছয় মাসের সময় দিয়েছেন আপীল বিভাগ। বিজিএমইএ-এর তিন বছরের আবেদনের শুনানি নিয়ে ওইদিন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপীল বিভাগের তিন সদস্যের বেঞ্চ ভবন ভাঙ্গতে ছয় মাস সময় দেন। বিজিএমইএ ভবন ভেঙ্গে ফেলতে আপীল বিভাগের রায়ের বিরুদ্ধে গত বছরের ৮ ডিসেম্বর রিভিউ আবেদন করে বিজিএমইএ। আবেদনে আপীল বিভাগের রায় স্থগিত করে বহুতল ভবনটি ভেঙ্গে ফেলার জন্য তিন বছরের সময় চাওয়া হয়।
তার আগে গত বছরের ৮ নবেম্বর বিজিএমইএ ভবন ভাঙ্গার বিষয়ে আপীল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পায়। গত ২ জুন বিজিএমইএ-এর কর্তৃপক্ষের করা আপীলের অনুমতি চেয়ে আবেদন (লিভ টু আপীল) খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ চার সদস্যের বেঞ্চ। হাইকোর্টের রায়ে ৯০ দিনের মধ্যে ভবনটি ভেঙ্গে ফেলার কথা বলা হয়। জমির মালিকানা না থাকা ও জলাধার আইন লঙ্ঘন করে হাতিরঝিলে বিজিএমইএ ভবন নির্মাণ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১১ সালের ৩ এপ্রিল ভবনটি ভেঙ্গে ফেলার রায় দেয় হাইকোর্ট। ২০১৩ সালের ১৯ মার্চ ৬৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এরপর ওই বছর ২১ মে বিজিএমইএ কর্তৃপক্ষ আপীলের অনুমতি চেয়ে আবেদন করে।