বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিশ্ব বাজারে অন্যান্য দেশ পোশাক রপ্তানি করলেও শর্ত পালনে কেবল বাংলাদেশকে চাপ দেওয়া হচ্ছে। আমাদের শতভাগ শর্ত পালনের কথা বলা হচ্ছে।
কিন্তু অনেক দেশেই অ্যাকর্ড এলায়েন্স কিংবা শ্রমিক ইউনিয়ন নেই। তবু তাদের জন্য কোনো নির্দেশনা নেই। গতকাল সোমবার এক গোলটেবিল আলোচনায় তিনি এ সব কথা বলেন।
ব্যবসা ও অর্থনীতি বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনের প্রথম দিন গতকাল ‘দক্ষিণ এশিয়ায় বাণিজ্য ও বিনিয়োগে বাংলাদেশের লক্ষ্য নির্ধারণে প্রতিবন্ধকতা ও নীতিমালা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে আয়োজিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্রসচিব শহীদুল হক। বৈঠক সঞ্চালনা করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। এতে দেশের ব্যবসায়ী প্রতিনিধিসহ নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াসহ ১৩টি দেশের বাণিজ্য ও বিনিয়োগ বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. শিবলী রুবাইয়াতুল ইসলাম।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘রানা প্লাজায় ধসের পর পোশাক রপ্তানিতে আমাদের অবস্থান কমেছে। আমাদেরকে শর্ত পালনে নির্দেশনা বা চাপ দেওয়া হচ্ছে। আমেরিকায় সরকারি খাতের ৭ শতাংশ ও বেসরকারি খাতে ৩৫ শতাংশ প্রতিষ্ঠানে শ্রমিক ইউনিয়ন আছে। আমাদেরকে শতভাগ করতে চাপ দেওয়া হচ্ছে। এমনকি অনেক দেশে ট্রেড ইউনিয়ন নেই, সেখানে মন্ত্রীই ইউনিয়নের প্রধান। ’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা ক্রমাগতভাবেই এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ এখন উন্নয়নের মডেল। একসময় খাদ্য ঘাটতি থাকলেও এখন স্বনির্ভর। রপ্তানি ক্ষেত্রে উন্নতি হয়েছে। বিদ্যুতের উন্নয়ন হয়েছে। ’