Home Bangla Recent হোম টেক্সটাইলের রপ্তানি বেড়েছে ২০ শতাংশ

হোম টেক্সটাইলের রপ্তানি বেড়েছে ২০ শতাংশ

অর্থবছরের প্রথম চার মাস

২০১৭-১৮ অর্থবছরের প্রথম চার মাসে হোম টেক্সটাইল পণ্য রপ্তানিতে আয় হয়েছে ২৬ কোটি ৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার বা প্রায় ২ হাজার ১৭৬ কোটি টাকা যা রপ্তানি লক্ষ্যমাত্রার চেয়ে ৪ দশমিক ১৩ শতাংশ কম। তবে ২০১৬-১৭ অর্থবছরের একই সময়ের তুলনায় এ খাতে রপ্তানি আয় ২০ দশমিক ৩৭ শতাংশ বেড়েছে।

বাংলাদেশ রপ্তানি উন্নয়ন বু্যরোর (ইপিবি) নভেম্বর মাসে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৬-১৭ অর্থবছরে হোম টেক্সটাইল পণ্য রপ্তানিতে আয় হয়েছিল ৭৯ কোটি ৯১ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। চলতি ২০১৭-১৮ অর্থবছরে এই খাতের পণ্য রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮৮ কোটি মার্কিন ডলার।

চলতি অর্থবছরের প্রথম চার মাসে হোম টেক্সটাইল পণ্য রপ্তানিতে ২৭ কোটি ২০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এ সময়ের মধ্যে আয় হয়েছে ২৬ কোটি ৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার বা প্রায় ২ হাজার ১৭৬ কোটি টাকা। যা এ সময়ের লক্ষ্যমাত্রার তুলনায় ৪ দশমিক ১৩ শতাংশ কম। তবে গত অর্থবছরের প্রথম চার মাসে তুলনায় এ খাতের রপ্তানি আয় ২০ দশমিক ৩৭ শতাংশ বেড়েছে। ২০১৬-১৭ অর্থবছরের এ সময়ে হোম টেক্সটাইল পণ্য রপ্তানিতে আয় হয়েছিল ২১ কোটি ৬৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।

হোম টেক্সটাইল পণ্যের মধ্যে অর্থবছরের জুলাই-অক্টোবর মেয়াদে বিছানা ও রান্নাঘরের পণ্য রপ্তানিতে আয় হয়েছে ১৮ কোটি ৫৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৬ দশমিক ৬২ শতাংশ বেশি। একই সঙ্গে গত ২০১৬-১৭ অর্থবছরের এ সময়ের রপ্তানি আয়ের তুলনায় ১৮ দশমিক ৭৮ শতাংশ বেড়েছে। গত অর্থবছরের প্রথম ৪ মাসে বিছানা ও রান্নাঘরের পণ্য রপ্তানিতে আয় হয়েছিল ১৫ কোটি ৬৩ লাখ মার্কিন ডলার।

২০১৬-১৭ অর্থবছরের প্রথম চার মাসে অন্যান্য হোম টেক্সটাইল পণ্য রপ্তানিতে আয় হয়েছিল ৬ কোটি ৩ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। চলতি অর্থবছরের একই সময়ে এ খাতের পণ্য রপ্তানি আয় হয়েছে ৭ কোটি ৫১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার; যা গত অর্থবছরের এ সময়ের রপ্তানি আয়ের তুলনায় ২৪ দশমিক ৪৭ শতাংশ বেশি। তবে ২০১৬-১৭ অর্থবছরের প্রথম ৪ মাসের লক্ষ্যমাত্রার তুলনায় এ খাতের রপ্তানি আয় ৩৩ দশমিক ৪১ শতাংশ কম।

ইপিবির নভেম্বর মাসে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ২০১৭-১৮ অর্থবছরের জুলাই-অক্টোবর মেয়াদে ফুটওয়্যার পণ্য রপ্তানিতে আয় হয়েছে ৮ কোটি ৭১ লাখ ৭০ হাজার মার্কিন ডলার; যা এ সময়ের লক্ষ্যমাত্রার তুলনায় ৪ দশমিক ৪৫ শতাংশ বেশি। একই সঙ্গে ২০১৬-১৭ অর্থবছরের প্রথম ৪ মাসের তুলনায় এ খাতের রপ্তানি আয় ৩ দশমিক ৮২ শতাংশ বেড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here