তৈরি পোশাক খাতে অ্যালায়েন্সভুক্ত ২৯ কারখানা অক্টোবর মাসে সংশোধনমূলক কর্মপরিকল্পনা (ক্যাপ) অনুযায়ী শতভাগ ত্রুটি সংশোধন করেছে। এ নিয়ে সংস্কারবিষয়ক উত্তর আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটির তত্ত্বাবধানে শতভাগ ত্রুটি সংশোধিত কারখানার সংখ্যা দাঁড়াল ১৯৫। অ্যালায়েন্সের ওয়েবসাইটে এ তথ্য সম্প্রতি প্রকাশ করা হয়েছে।
এ বিষয়ে অ্যালায়েন্সের কান্ট্রি ডিরেক্টর জেমস এফ মরিয়ার্টি, ত্রুটি সংশোধনের কাজকে অগ্রাধিকার দেওয়া কারখানা মালিকদের প্রশংসা করেন। তিনি বলেন, সংস্কার কাজ শেষ করার মাধ্যমে মালিকরা প্রমাণ করেছেন কারখানায় প্রতিটি শ্রমিকের নিরাপত্তা পাওয়ার অধিকারের প্রতি তাদের শ্রদ্ধা রয়েছে।