Home Bangla Recent গার্মেন্টসের ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ

গার্মেন্টসের ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ

পোশাক শিল্প কারখানার ব্যবস্থাপনা কর্মীদের দক্ষতা বৃদ্ধি লক্ষ্যে শিল্প কারখানায় ব্যবস্থাপনা বিভাগে কর্মরত কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। সেন্টার অব এ্যাক্সিলেন্স ফর বাংলাদেশ এ্যাপারেল ইন্ডাস্ট্রি (সিবাই) ও শ্রীলঙ্কার প্রশিক্ষণ প্রদানকারী ও সহযোগী প্রতিষ্ঠান বিল্ডট্যাক কনসালটেন্ট-এর যৌথ উদ্যোগে পোশাক কারখানার এসব কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হয়। গত ১৪ জুলাই থেকে ১৩ অক্টোবর পর্যন্ত প্রতি শুক্রবার মোট ১২ দিনের প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে ইসলাম গার্মেন্টস গ্রুপ, এমবি নিট ফ্যাশন, অনন্ত গার্মেন্টস, নিট কনসার্ন, কেসি প্রিন্ট লিমিটেড, টীম লিমিটেড, ন্যাচারাল ডেনিম, সিন সিন এ্যাপারেল, এপেক্স হোল্ডিং লিমিটেড, এপেক্স টেক্সটাইল, এপেক্স স্পিনিং মিলস লিমিটেড, বীকন নিটওয়ারসহ বাংলাদেশের বিভিন্ন পোশাক শিল্প কারখানার ব্যবস্থাপনা পর্যায়ে কর্মরত মোট ৫২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। এই প্রশিক্ষণে ব্যবস্থাপনা বিষয়সহ উৎপাদন ব্যবস্থাপনা, শিল্প প্রকৌশল, মান নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা, প্রশিক্ষক প্রশিক্ষণ এবং মানব সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক মডিউলের ওপর প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে প্রশিক্ষক হিসাবে দায়িত্বে ছিলেন বিল্ডট্যাক কনসালটেন্ট, শ্রীলঙ্কা থেকে আগত ৬ সদস্যের দক্ষ প্রশিক্ষক দল এবং প্রশিক্ষণ আয়োজন এবং ব্যবস্থাপনার দায়িত্বে ছিল সেন্টার অব এ্যাক্সিলেন্স ফর বাংলাদেশ এ্যাপারেল ইন্ডাস্ট্রি (সিবাই)।

প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকরী প্রশিক্ষণার্থীদের গত ১ ডিসেম্বর সনদ বিতরণ করা হয়। সিবাইয়ের উদ্যেগে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র প্রেসিডেন্ট মো. সিদ্দিকুর রহমান, এছাড়াও আরও উপস্থিত ছিলেন সিবাইয়ের সভাপতি মো. আতিকুল ইসলাম এবং বিজিএমইএ’র সহ-সভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here