Home Bangla Recent কিরগিজস্তানে পোশাক কারখানা স্থাপনে বাংলাদেশী ব্যবসায়ীদের প্রতি আহ্বান

কিরগিজস্তানে পোশাক কারখানা স্থাপনে বাংলাদেশী ব্যবসায়ীদের প্রতি আহ্বান

কিরগিজস্তানে নিযুক্ত বাংলাদেশের অনরারি কনসাল তেমিরবেক এরকিনোভ গত সোমবার বিজিএমইএ দফতরে বিজিএমইএ সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান এর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। সাক্ষাতকালে তারা দ্বি-পাক্ষিক বাণিজ্য সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। বিজিএমইএ সভাপতি অনরারি কনসালকে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বিষয়ে বিস্তারিতভাবে অবহিত করেন। তিনি বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণে তৈরি পোশাক আমদানির জন্য কিরগিজ ব্যবসায়ীদের উদ্দেশ্যে আহ্বান জানান। প্রসঙ্গত উল্লেখ্য, কিরগিজস্তান বাংলাদেশ থেকে যে পণ্যগুলো আমদানি করে থাকে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ওভেন গার্মেন্টস, নিটওয়্যার ও হোম টেক্সটাইল।

আলোচনাকালে তেমিরবেক এরকিনোভ কিরগিজস্তানে পোশাক শিল্প কারখানা স্থাপনসহ অন্যান্য সম্ভবনাময় খাতে যৌথ বিনিয়োগের জন্য বাংলাদেশের পোশাক ব্যবসায়ীদের আহ্বান জানান। তিনি বলেন যে, বাংলাদেশী ব্যবসায়ীরা সে দেশে কারখানা স্থাপন করলে তাদেরকে জমি প্রদান এবং গ্যাস ও বিদ্যুত সংযোগসহ অবকাঠামোখাতে সকল ধরনের সহযোগিতা প্রদান করা হবে। এর পাশাপাশি বাংলাদেশী ব্যবসায়ীরা কিরগিজস্তানে যৌথ বিনিয়োগে এগিয়ে আসলে বিনিয়োগকারীদের জন্য কিরগিজ সরকারের কাছ থেকে সহজেই উল্লেখযোগ্য পরিমাণে ঋণ সুবিধা পাওয়ার ব্যবস্থা রয়েছে। অধিকন্তু, যৌথ বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশী বিনিয়োগকারীরা চাইলে বাংলাদেশ থেকে শ্রমিকও সে দেশে নিয়ে যেতে পারবেন। তেমিরবেক আরও বলেন, কিরগিজস্তানে যৌথ বিনিয়োগের ক্ষেত্রগুলো চিহ্নিত ও পরিদর্শনের জন্য খুব শীঘ্রই কিরগিজ সরকারের পক্ষ থেকে বাংলাদেশী ব্যবসায়ীদেরকে কিরগিজস্তান ভ্রমণের জন্য আমন্ত্রণ জানানো হবে। আশা করা যাচ্ছে যে কিরগিজ সরকারের আমন্ত্রণ পাওয়া সাপেক্ষে আগামী মার্চ/এপ্রিল মাসে বিজিএমইএ’র একটি প্রতিনিধিদল কিরগিজস্তান ভ্রমণে যেতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here