Home Bangla Recent গার্মেন্ট শ্রমিকদের নূ্যনতম মজুরি ১৮ হাজার করার দাবি

গার্মেন্ট শ্রমিকদের নূ্যনতম মজুরি ১৮ হাজার করার দাবি

গার্মেন্ট শ্রমিকদের নূ্যনতম মজুরি ১৮ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন গার্মেন্ট শ্রমিকরা। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে গার্মেন্ট শ্রমিক ফেডারেশন আয়োজিত এক শ্রমিক সমাবেশে এ দাবি জানানো হয়।

শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি আহসান হাবিব বুলবুল। আরও বক্তব্য দেন-সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহেদুল হক মিলু, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, গার্মেন্ট শ্রমিক ফ্রন্টের সহ-সভাপতি খালেকুজ্জামান লিপন, খায়রম্নল কবির প্রমুখ।

শ্রমিক নেতারা বলেন, দেশের রপ্তানি আয়ের শতকরা ৮২ ভাগ বৈদেশিক মুদ্রা সংগ্রহকারী ৪০ লাখ গার্মেন্ট শ্রমিক সর্বসাকুল্যে ৫ হাজার ৩০০ টাকা বেতন পান। যা দিয়ে বর্তমান বাজারমূল্যে জীবন চালানো কঠিন হয়ে পড়েছে। যারা সরাসরি উৎপাদনের সঙ্গে জড়িত, দেশের জন্য বৈদেশিক মুদ্রা আনেন তারা এত অল্প টাকায় কিভাবে চলবেন এ প্রশ্ন গোটা জাতির।

তারা জানান, ২০১৫ সালে ক্রিয়াশীল বিভিন্ন গার্মেন্ট শ্রমিক সংগঠন নূ্যনতম মজুরি ১৫ হাজার করার দাবি করেছিল।

গত তিন বছরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বহুগুণ বেড়েছে। আমাদের বর্তমান মাথাপিছু আয় ১৬১০ মার্কিন ডলার। সেখানে গার্মেন্ট শ্রমিকদের বেতন অত্যন্ত্ম কম। এ অবস্থায় পুষ্টিকর খাদ্য, স্বাস্থ্যসম্মত বাসস্থান ও ন্যূনতম মজুরি ১৮ হাজার করার দাবি জানানো হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here