Home Bangla Recent পোশাক-কর্মীরাই দেশের অর্থনীতি পাল্টে দিচ্ছে

পোশাক-কর্মীরাই দেশের অর্থনীতি পাল্টে দিচ্ছে

তৈরি পোশাক-কর্মীরাই দেশের অর্থনীতি পাল্টে দিচ্ছে জানিয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, ‘গার্মেন্টস শিল্পের কারণে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের নামটি উজ্জ্বল। দেশকে এগিয়ে নিতে এ শিল্পের শ্রমিকদের ভূমিকা রয়েছে।’

শুক্রবার সকালে রেডিসন বস্নু চিটাগাং বে ভিউতে বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজম্যান্টের (বিএসএইসআরএম) আয়োজনে মানবসম্পদ (এইচআর) সামিটে তিনি এসব কথা বলেন।

মো. মুজিবুল হক বলেন, প্রতিটা কাজেই গতি থাকতে হবে। গার্মেন্টস শিল্পের শ্রমিকরা কিন্তু ততটা শিক্ষিত নয়। ২০-৩০ লাখ নারী, যাদের সমাজে কোনো মূল্য ছিল না। তারাই দারিদ্র্য দূর করতে গার্মেন্টস শিল্পে কাজ করছেন। বর্তমান সরকার উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এ দেশে বেকারত্বের হার কমছে।

এইচআরের সঙ্গে যারা আছেন সরকারের উন্নয়নকাজে তাদের সম্পৃক্ত করার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, দক্ষ মানবসম্পদ দেশ ও জাতির উন্নয়নে কাজে আসবে। দেশের উন্নয়নে দক্ষ মানবসম্পদের প্রয়োজন রয়েছে। এর মাধ্যমে দেশ আরও এগিয়ে যাবে। এই দক্ষ জনশক্তির মাধ্যমে ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত হবে। বহির্বিশ্বের মতো দক্ষ মানবসম্পদ গঠনে সরকারও আন্ত্মর্জাতিক প্রক্রিয়ায় প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে। অল্প সময়ের মধ্যে সেটি বাস্ত্মবায়ন হবে।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, একে খান অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন কাশেম খান ও ডেফোডিল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান মো. সবুর খান।

স্বাগত বক্তব্য দেন বিএসএইসআরএমের ভাইস চেয়ারম্যান ও সামিটের আহ্বায়ক মোহাম্মদ আলমগীর।

সামিটে কি-নোট স্পিকার ছিলেন বিএসএইচআরএমের প্রেসিডেন্ট মো. মোশাররফ হোসাইন। বক্তব্য দেন সংগঠনের চেয়ারম্যান ড. ফরিদ এ সোবহানী।

দিনব্যাপী সামিটে স্পিকার ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান, মাইন্ড ম্যাপার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এজাজুর রহমান, গ্রামীণফোনের সিএইচআরও কাজী মোহাম্মদ শাহেদ, গস্নাসকোর এইচআর ডিরেক্টর নুর মোহাম্মদ, প্যাসিফিক জিন্সের পরিচালক সৈয়দ ম. তানভির, ইব্রাহীম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক মো. মাশেকুর রহমান খান, পারটেক্স গ্রম্নপের চিফ এইচআর অফিসার সৈয়দা তাহিয়া হোসাইন, গোলাম নেওয়াজ বাবুল প্রমুখ।

‘এইচআর ব্র্যাকথ্রো টু এক্সিলেন্স’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ গড়ার প্রত্যয়ে দ্বিতীয়বারের মতো এ সামিটে মানবসম্পদ ব্যবস্থাপনার সঙ্গে জড়িত তিন শতাধিক তরম্নণ অংশ নিচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here