নূ্যনতম মাসিক মজুরি ১৮ হাজার টাকা করার দাবি জানিয়েছেন গার্মেন্ট শ্রমিকরা। গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গার্মেন্ট শ্রমিক ফ্রন্ট আয়োজিত মানববন্ধন ও সমাবেশে তারা এ দাবি জানান।
সমাবেশে সংগঠনটির সভাপতি আহসান হাবিব বুলবুল বলেন, দেশের রফতানি আয়ের ৮২ শতাংশ বৈদেশিক মুদ্রা অর্জনকারী ৪০ লাখ গার্মেন্ট শ্রমিক। তাদের উৎপাদনের সঙ্গে সরাসরি দেশের বৈদেশিক আয় জড়িত। এ কারণে পোশাক শিল্প তথা দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু তারা সর্বসাকল্যে ৫ হাজার ৩০০ টাকা বেতন পান, যা দিয়ে বর্তমানে জীবন চালানো কঠিন হয়ে পড়েছে। তারা সামান্য বেতন দিয়ে মৌলিক চাহিদা পূরণ করতে পারছেন না। তিনি বলেন, ২০১৫ সালে বিভিন্ন গার্মেন্ট শ্রমিক সংগঠন নূ্যনতম মজুরি ১৫ হাজার টাকা করার দাবি করেছিলেন। গত তিন বছরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বহুগুণ বেড়েছে। বর্তমান মাথাপিছু আয় ১৬১০ ডলার। সেখানে গার্মেন্ট শ্রমিকদের বেতন অত্যন্ত কম। এ অবস্থায় পুষ্টিকর খাদ্য, স্বাস্থ্যসম্মত বাসস্থান ও নূ্যনতম মজুরি ১৮ হাজার টাকা করার দাবি জানানো হচ্ছে।