Home Bangla Recent এ্যালায়েন্সের পোশাক কারখানার ৮৮ শতাংশ সংস্কার কাজ শেষ

এ্যালায়েন্সের পোশাক কারখানার ৮৮ শতাংশ সংস্কার কাজ শেষ

উত্তর আমেরিকার ক্রেতাদের জোট এ্যালায়েন্সের সদস্য তৈরি পোশাক কারখানার ৮৮ শতাংশ সংস্কার কাজ শেষ হয়েছে। এর মধ্যে শ্রমিকের জীবনের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ ৮৪ শতাংশ সংস্কারকাজ অন্তর্ভুক্ত আছে। তবে ৩২২ কারখানা তাদের সংশোধনী কর্মপরিকল্পনা (ক্যাপ) অনুযায়ী সব ধরনের সংস্কারকাজ সম্পন্ন করেছে।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ও এ্যালায়েন্সের নির্বাহী পরিচালক জেমস এফ মরিয়ার্টি। এ সময় উপস্থিত ছিলেন উপপরিচালক ও প্রধান নিরাপত্তা কর্মকর্তা পল রাগবি এবং পরিচালক (পরিচালন) কামরুন্নেছা বাবলী।

সাভারের রানা প্লাজা ধসের পর পাঁচ বছরের জন্য বাংলাদেশের পোশাকশিল্পের কর্মপরিবেশ উন্নয়নে এ্যালায়েন্স গঠিত হয়। আগামী মে মাসে সেই সময় শেষ হলেও কার্যক্রম গোটাতে বাড়তি ছয় মাস লাগবে বলে জানান জেমস এফ মরিয়ার্টি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here