বাংলাদেশের পোশাক শিল্পের উন্নত কর্মপরিবেশের নিশ্চয়তার স্বার্থে এ সংক্রান্ত সামাজিক সংলাপ বহাল রাখতে আর্থিকসহ সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে সুইডেন। ইতিমধ্যে চালু হওয়া সংলাপেরও কার্যকারিতা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত চারলোটা সাইলেটর।
সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হকের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন রাষ্ট্রদূত। তিনি বলেন, এদেশের আর্থ-সামাজিক উন্নয়নে পোশাক খাতে সহযোগিতা দিচ্ছেন তারা। বাংলাদেশের সঙ্গে সুইডেনের বাণিজ্য সম্পর্ক আগামীতে আরও সংহত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
শ্রম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আশরাফ শামীম, অতিরিক্ত সচিব খোন্দকার মোস্তান হোসেন ও যুগ্মসচিব মো. আমিনুল ইসলাম বৈঠকে উপস্থিত ছিলেন।
চলতি অর্থবছরের (জুলাই-মার্চ) ৯ মাসে সুইডেনে রফতানি বেড়েছে প্রায় সাড়ে ১২ শতাংশ। মোট ৪০ কোটি ডলারের পোশাক রফতানি হয়েছে এ সময়। গত বছরের একই সময়ে রফতানির পরিমাণ ছিল ৩৫ কোটি ডলার। সুইডেনে বছরে ৫০ কোটি ডলার মূল্যের বেশি তৈরি পোশাক রফতানি হয়।