এক্সপোতে প্রদর্শনকারী, ক্রেতা, খুচরা বিক্রেতা ও স্থানীয় নির্মাতাদের কাছ থেকে বিপুল সাড়াজাগানো প্রতিক্রিয়ার মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ ডেনিম এক্সপোর অষ্টম সংস্করণ। মেলায় উপস্থিত নামকরা পোশাক বিক্রেতা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ ডেনিম পণ্য তৈরিতে প্রযুক্তির ব্যবহার ও পণ্যের প্রশংসা করেছে। বাংলাদেশ ডেনিম এক্সপোতে প্রদর্শিত ডেনিমের বিভিন্ন পণ্য ও ফ্যাব্রিক্স দেখে তারা এ মন্তব্য করে।
বাংলাদেশ ডেনিম এক্সপো একটি অলাভজনক প্রতিষ্ঠান, যা ডেনিম পণ্যের প্রসার এ কাজ করে থাকে। বিশ্বের পোশাক ক্রেতাদের কাছে বাংলাদেশের পোশাক শিল্পকে তুলে ধরতে মূলত এ মেলার আয়োজন করা হয়। এ বছর ১৪টি দেশ থেকে মোট ৬১টি প্রতিষ্ঠান মেলায় অংশ নেয়। দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক প্রদর্শনীতে মোট ৫ হাজার ৩৩২ লোক পরিদর্শন করেছেন। বাংলাদেশ গত কয়েক বছরে ডেনিম তৈরিতে অনেক উন্নতি করেছে, যা শিল্পের জন্য বড় সম্ভাবনা তৈরি করতে সাহায্য করেছে। এক্সপোতে মোট তিনটি সেমিনার, দুটি প্যানেল ডিসকাশন ও একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়, যেখানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞরা তাদের মতামত উপস্থাপন করেন। প্রদর্শনীতে অংশ নিয়ে জিনোলজিয়ার প্রোজেক্ট ম্যানেজার ফেবিয়ান লিটারদ বলেন, উন্নত প্রযুক্তির ব্যবহারের ফলে গুণগতমান বেশ পরিবর্তন হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশ কর্মক্ষেত্রের নিরাপত্তায় বিশেষ উন্নতি সাধন করেছে। ফলে ক্রেতাদের বাংলাদেশের প্রতি আগ্রহ বেড়েছে এবং নতুন করে পণ্য সরবরাহের জন্য কার্যাদেশ দিচ্ছে। এছাড়া মেলার বিভিন্ন সেমিনারে অংশ নিয়ে তারা বাংলাদেশের পোশাক শিল্পের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে জেনে ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানান। উপস্থিত বিভিন্ন ব্র্যান্ডের প্রতিনিধিরা জানান, তারা বাংলাদেশে তাদের পণ্য ক্রয় আদেশ আরও বাড়াবেন। বাংলাদেশ ডেনিম এক্সপোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজ উদ্দিন বলেন, বাংলাদেশের পোশাক ও ডেনিম শিল্পের সামর্থ্য সম্পর্কে বিশ্বের ক্রেতাদের কাছে তুলে ধরতে আমাদের এ আয়োজন।