Home Bangla Recent সংস্কারে পোশাক ক্রেতাদের সন্তুষ্টি চায় বাংলাদেশ

সংস্কারে পোশাক ক্রেতাদের সন্তুষ্টি চায় বাংলাদেশ

বাংলাদেশের পোশাক খাতে সংস্কার নিয়ে সাসটেইনিবিলিটি কমপ্যাক্টের চতুর্থ পর্যালোচনা সভা আজ। বেলজিয়ামের ব্রাসেলসে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের নেতৃত্বে সরকারি-বেসরকারি খাতের ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নিচ্ছে। গতকাল বৃহস্পতিবার প্রতিনিধি দলটি সভায় যোগ দিতে ঢাকা ছেড়েছে।

সাভারের রানা প্লাজা দুর্ঘটনার পর ২০১৩ সালের জুলাই মাসে বাংলাদেশ, ইউরোপিয়ন ইউনিয়ন (ইইউ) এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) পোশাক খাতের উন্নয়নে যে চুক্তি করে তা সাসটেইনিবিলিটি কমপ্যাক্ট নামে পরিচিত। এর উদ্দেশ্য শ্রমিকদের অধিকার, কারখানার নিরাপত্তা, পেশাগত ও স্বাস্থ্যগত নিরাপত্তা এবং মানসম্মত বাণিজ্য পরিবেশ নিশ্চিত করা। প্রথম পর্যালোচনা সভা ২০১৪ সালে ব্রাসেলসে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় সভা ২০১৬ সালে এবং তৃতীয় সভা ২০১৭ সালে ঢাকায় অনুষ্ঠিত হয়। আগের সভার সিদ্ধান্ত মোতাবেক চতুর্থ পর্যালোচনা সভা বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত হচ্ছে। ইউরোপিয়ন ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, কানাডা, আইএলওসহ দাতা সংস্থা, উৎপাদনকারী, ক্রেতা, ট্রেড ইউনিয়ন ও সিভিল সোসাইটির প্রতিনিধিরা সভায় উপস্থিত থাকবেন।

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, এবারের পর্যালোচনা সভা বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। সভায় শ্রমিকদের অধিকার, কারখানা নিরাপত্তা, পেশাগত ও স্বাস্থ্যগত নিরাপত্তা এবং মানসম্মত বাণিজ্য পরিবেশ পর্যালোচনা করা হবে। ক্রেতাগোষ্ঠী ও শ্রম সংস্থার চাহিদা মোতাবেক সরকারি ও বেসরকারি পর্যায়ে উদ্যোগ গ্রহণ করে বাংলাদেশ বিষয়গুলোর ওপর যে উন্নয়ন করেছে, তা সভায় তুলে ধরা হবে। বাংলাদেশ এসব বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করেছে, যা ইতিমধ্যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পেয়েছে। বর্তমানে বাংলাদেশে তৈরি পোশাক কারখানার কাজের পরিবেশ, নিরাপত্তা এবং শ্রমিকদের অধিকার বিগত যে কোনো সময়ের চেয়ে অনেক ভালো এবং বিশ্বমানের।

কর্মশালায় বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাকের সরবরাহ চেইনের প্রতিবন্ধকতা দূর করাসহ পণ্যের উপযুক্ত মূল্য নিশ্চিতকরণ বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে এবং সুপারিশমালা গ্রহণ করা হবে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইউরোপীয় পার্লামেন্টের প্রভাবশালী রাজনৈতিক দল সোশ্যালিস্ট অ্যান্ড ডেমোক্র্যাটস (এসঅ্যান্ডডি) পার্টি সম্প্রতি অভিযোগ তুলেছে, বাংলাদেশ সাসটেইনেবিলিটি কম্প্যাক্টের শর্ত বাস্তবায়ন করছে না। তারা বাংলাদেশে তদন্ত পরিচালনার জন্য ইউরোপীয় পার্লামেন্টের ইন্টারন্যাশনাল ট্রেড কমিটির (আইএনটিএ) সব এমপিকে চিঠি পাঠিয়েছে। এসঅ্যান্ডডির এই উদ্যোগকে বিপজ্জনক হিসেবে উলেল্গখ করেছেন ব্রাসেলসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শাহাদাত হোসাইন। রাষ্ট্রদূত এ বিষয়ে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠান।

এদিকে ইউরোপীয় পার্লামেন্টের সবচেয়ে প্রভাবশালী দল ইউরোপিয়ান পিপলস পার্টিসহ কয়েকটি দলের এমপিরা বাংলাদেশের পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here