Home Bangla Recent ‘ন্যূনতম মজুরি ৬৩৬০ টাকার বেশি হলে কারখানা বন্ধ হয়ে যাবে’

‘ন্যূনতম মজুরি ৬৩৬০ টাকার বেশি হলে কারখানা বন্ধ হয়ে যাবে’

গার্মেন্টস শ্রমিকের ন্যূনতম মজুরি ৬৩৬০ টাকা নির্ধারণের ঘোষণা দিয়েছেন বিজিএমইএ এর সভাপতি সিদ্দিকুর রহমান। ন্যূনতম মজুরি এর বেশি হলে কারখানা বন্ধ হয়ে যাবে বলে এ মন্তব্য করেন তিনি ।রবিবার রাজধানীর বিজিএমইএ ভবনে বিজিএমইএ এবং বিকেএমইএ এর যৌথ উদ্যোগে আয়োজিত এক জরুরি সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।তিনি বলেন, বাহির থেকে বিভিন্ন শ্রমিক সংগঠন মজুরি বাড়ানোর জন্য শ্রমিকদের দিয়ে অযথা আন্দোলন করাচ্ছে। কিন্তু এই আন্দোলন সম্পূর্ণ অযৌক্তিক। তারা জানে না যে অতিরিক্ত মজুরি বৃদ্ধি করা হলে বেশির ভাগ কারখানা বন্ধ হয়ে যাবে। এতে করে নতুন করে অনেক বেকারত্ব সৃষ্টি হবে। তাই অযথা আন্দোলন না করে দেশের গার্মেন্টস শিল্পকে টিকিয়ে রাখতে সহযোগিতা করুন।বিকেএমই সভাপতি সেলিম ওসমান বলেন, আমাদের যারা শ্রমিক আছেন তারা আমাদের পরিবারের সদস্যের মতো। তাই তাদের যতটুকু চাহিদা সেই অনুপাতে মজুরি নির্ধারণ করবো।তিনি বলেন, আমরা যে মালামাল রপ্তানি করছি বিভিন্ন কারণে সেই পণ্যের দাম কমে গেছে। এতে করে গার্মেন্টস শিল্প অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাই অযথা বেতন বাড়ানোর আন্দোলন  করবেন না।বিজিএমইএ এর সাবেক সভাপতি আতিকুল ইসলাম বলেন, আমরা বর্তমানে যে অবস্থায় আছি তা খুব ভয়াবহ। তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা এই বোঝা আমাদের উপর চাপিয়ে দিবেন না। তাহলে অতিশীঘ্রই এই গার্মেন্টস শিল্প ধ্বংস হয়ে যাবে।এছাড়া উক্ত অনুষ্ঠানে বিজিএমইএ’র সহ সভাপতি এস এ মান্নান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারুক কামাল এফবিসিসিআই এর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here