Home Bangla Recent পোশাক শিল্পের নিম্নতম মজুরি : ৮ হাজার টাকা চূড়ান্ত করে খসড়া প্রকাশ

পোশাক শিল্পের নিম্নতম মজুরি : ৮ হাজার টাকা চূড়ান্ত করে খসড়া প্রকাশ

পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি হারের খসড়া সুপারিশ প্রকাশ করেছে সরকার। এতে ৪ হাজার ১০০ টাকা মূল মজুরি ধরে নিম্নতম মজুরি নির্ধারণ করা হয়েছে মোট ৮ হাজার টাকা। গতকাল এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিম্নতম মজুরি বোর্ড। এতে আগামী ১৪ দিন পর্যন্ত আপত্তি বা সুপারিশের সুযোগ রাখা হয়েছে। এ সময়ের মধ্যে প্রাপ্ত আপত্তি ও সুপারিশ বিবেচনার পর সরকারের কাছে সুপারিশ করবে বোর্ড।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০ হাজার ৪৩৬ টাকা মূল মজুরি ধরে গ্রেড-১-এর কর্মীদের মোট মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার ৫০৪ টাকা। গ্রেড-২-এর ক্ষেত্রে মূল মজুরি ৮ হাজার ৫১৪ টাকা, মোট মজুরি ১৪ হাজার ৬২১ টাকা। ৫ হাজার ১৫২ টাকা মূল মজুরি ধরে গ্রেড-৩-এর মোট মজুরি ৯ হাজার ৫৭৮ টাকা। ৪ হাজার ৯৩০ টাকা মূল মজুরি ধরে গ্রেড-৪-এর মোট মজুরি নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ২৪৫ টাকা। ৪ হাজার ৬৭০ টাকা মূল মজুরি ধরে গ্রেড-৫-এর মোট মজুরি ধার্য হয়েছে ৮ হাজার ৮৫৫ টাকা। গ্রেড-৬-এর মোট মজুরি ৮ হাজার ৩৯৯ টাকা, যার মধ্যে মূল মজুরি ৪ হাজার ৩৬৬ টাকা।

আর সর্বনিম্ন গ্রেড-৭-এর মোট মজুরি নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা। এর মধ্যে মূল মজুরি ৪ হাজার ১০০ টাকা। বাড়ি ভাড়া ২ হাজার ৫০ টাকা, চিকিৎসা ভাতা ৬০০ টাকা, যাতায়াত ৩৫০ এবং খাদ্য ভাতা ৯০০ টাকা। সব মিলিয়ে মোট মজুরি ৮ হাজার টাকা। ২০১৩ সালের নিম্নতম মোট মজুরি ৫ হাজার ৩০০ টাকার চেয়ে যা ৫১ শতাংশ বেশি। এছাড়া শিক্ষানবিশ শ্রমিকের মোট মজুরি নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৯৭৫ টাকা।

শ্রমঘন পোশাক খাতের মজুরি বোর্ড গঠনের আনুষ্ঠানিক ঘোষণা আসে চলতি বছরের ১৪ জানুয়ারি। বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয় গত ১৯ মার্চ। সেই সভায় মালিক ও শ্রমিক উভয় পক্ষকে বলা হয় দ্বিতীয় সভার আগে নতুন মজুরি কাঠামোর প্রস্তাবনা জমা দিতে। প্রথম সভার সাড়ে তিন মাস পর ৮ জুলাই অনুষ্ঠিত হয় দ্বিতীয় সভা। ওই সভায় শ্রমিক ও মালিক উভয় পক্ষ নতুন কাঠামো নিয়ে প্রস্তাবনা জমা দিতে অপারগতা প্রকাশ করে। এ অবস্থায় ১৬ জুলাইয়ের মধ্যে প্রস্তাবনা জমা দেয়ার সময় নির্ধারণ করে মজুরি বোর্ড।

১৬ জুলাই বোর্ডের তৃতীয় সভায় মালিক পক্ষ নতুন কাঠামোয় নিম্নতম মজুরি প্রস্তাব করে ৬ হাজার ৩৬০ টাকা। আর শ্রমিক পক্ষের প্রস্তাব ছিল ১২ হাজার ২০ টাকা। চতুর্থ সভায় দুপক্ষের প্রস্তাবনার দূরত্ব কমানোর সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় উভয় পক্ষের সম্মতিতে ১২ সেপ্টেম্বর পঞ্চম সভার তারিখ নির্ধারণ হলেও পরে তা বাতিল হয়। একদিন পর গত ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত মজুরি বোর্ডের পঞ্চম সভা শেষে সর্বসম্মত সিদ্ধান্ত ঘোষণা করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এতে পোশাক খাতের নিম্নতম মজুরি নির্ধারণ করা হয় ৮ হাজার টাকা।

প্রসঙ্গত, পোশাক খাতের ন্যূনতম মজুরি ১৯৯৬ সালে ছিল ৯৩০ টাকা। ২০০৬ সালে তা হয় ১ হাজার ৬৬২ টাকা। এরপর ২০১০ সালে নিম্নতম মজুরি ৩ হাজার ও ২০১৩ সালে ৫ হাজার ৩০০ টাকা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here