চামড়া পণ্য তৈরিতে বিনিয়োগ বাড়াচ্ছেন উদ্যোক্তারা। দেশে চামড়া খাতের সবচেয়ে বড় আন্তর্জাতিক প্রদর্শনী রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে।
দ্বিতীয় ‘বাংলাদেশ লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদারগুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো’ শীর্ষক এ প্রদর্শনী আজ শেষ হবে।
এতে দেশি-বিদেশি প্রায় ৩০০ প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এটি আয়োজন করেছে বাণিজ্য মন্ত্রণালয় এবং লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলএফএমইএবি)। দেশীয় চামড়াজাত পণ্যের পাশাপাশি চামড়া ও চামড়াজাত পণ্যের যন্ত্রপাতি, কাঁচামাল সরঞ্জাম এবং খাত সংশ্লিষ্ট অন্যান্য পণ্যের প্রদর্শনী চলছে একই ছাদের নিচে।
প্রদর্শনী থেকে পণ্য বিক্রির মাধ্যমে যাত্রা শুরু করেছেন দেশীয় পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসরিজ। প্রদর্শনী ঘুরে দেখা যায় ক্রাফটসম্যানের শোরুমে ক্রেতার ব্যাপক সমাগম।
ক্রেতারা (www.craftsmanfashion.com) অনলাইনে অর্ডার দিচ্ছেন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাদাত হোসেন সেলিম যুগান্তরকে বলেন, পোশাকের পর রফতানিতে এখন চামড়াশিল্প সবচেয়ে সম্ভাবনাময় খাত। এ কারণে চামড়াজাত পণ্য উৎপাদনে ৭৫ কোটি টাকা বিনিয়োগ করেছেন।
গাজীপুরের শ্রীপুরে নতুন কারখানায় প্রতিদিন ২ হাজার জোড়া জুতা তৈরি করছেন। দেশি আমদানির বিকল্প উচ্চমূল্যের জুতা তৈরির পাশাপাশি রফতানির বাজার ধরতে উদ্যোগ নিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি।