Home Bangla Recent টেক্সটাইল খাতের উন্নয়নে ১শ কোটি টাকা সহায়তা দেবে ডেনমার্ক

টেক্সটাইল খাতের উন্নয়নে ১শ কোটি টাকা সহায়তা দেবে ডেনমার্ক

textiles

বাংলাদেশের টেক্সটাইল শিল্পের উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নে প্রায় ৯৫ কোটি ৬ লাখ ৬৮ হাজার ২২৪ টাকা (৭ দশমিক ৫ মিলিয়ন ক্রোনার) আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে ডেনমার্ক। দেশটির উন্নয়নমন্ত্রী উলা টরনাস গত ২২ নভেম্বর এই ঘোষণা দেন। ডেনমার্কের এই আর্থিক সহায়তা শ্রমিকদের পর্যবেক্ষকদের শক্তিশালী করার মধ্য দিয়ে বাংলাদেশে কর্মক্ষেত্রের পরিবেশের উন্নয়ন শীর্ষক প্রকল্প বাস্তবায়নে ব্যয় করা হবে। ডেনমার্কের উন্নয়ন মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

উলা টরনাস বলেন, এই সহায়তা বাংলাদেশের টেক্সটাইল খাতের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। বিশেষ করে এই খাতের সঙ্গে সংশ্লিষ্ট ৪ মিলিয়ন নারীর কাজের পরিবেশ উন্নয়নে এই সহায়তা কাজ করবে। লিঙ্গ বৈষম্য দূর করতে নারীর ক্ষমতায়ন জরুরি। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। ডেনমার্কের এই আর্থিক সহায়তা বাংলাদেশের টেক্সটাইল খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ভূমিকা রাখবে।

ডেনমার্কের উন্নয়ন মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়, টেক্সটাইল খাতের উন্নয়নে ডেনমার্ক বাংলাদেশকে সহায়তা করে যাচ্ছে। এই খাতের উন্নয়নে ৩ বছরের জন্য একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়নের মূল উদ্দেশ্য হচ্ছে, টেক্সটাইল খাতের পরিবেশের উন্নতি করা। কেননা বাংলাদেশে উৎপাদিত টেক্সটাইল পণ্যের অন্যতম ক্রেতা হচ্ছে ডেনমার্ক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here