Home Bangla Recent পোশাক খাতের ন্যূনতম মজুরি প্রজ্ঞাপন উধাও

পোশাক খাতের ন্যূনতম মজুরি প্রজ্ঞাপন উধাও

rmg-worker

অনেক জল্পনা-কল্পনার পর পোশাক খাতের শ্রমিকদের জন্য ঘোষিত নতুন মজুরি কাঠামোর প্রজ্ঞাপন জারি করলেও তা খুঁজে পাওয়া যাচ্ছে না বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ের (বিজিপ্রেস) ওয়েবসাইটে।

গত রবিবার প্রকাশিত এ প্রজ্ঞাপন গতকাল মঙ্গলবার থেকে উধাও।

খোঁজ নিয়ে জানা যায়, প্রকাশিত প্রজ্ঞাপনে ত্রুটি ছিল। তাই এটি তুলে নেওয়া হয়েছে। তবে এতে কী কী ত্রুটি ছিল বিষয়টি সংশ্লিষ্ট কেউ জানাতে পারেনি। বিজি প্রেস কর্মকর্তারা জানান, ত্রুটি সংশোধনের কাজ হচ্ছে।

দেশের শীর্ষ রপ্তানি আয়ের খাত পোশাকশিল্পের নতুন মজুরি কাঠামো ১ ডিসেম্বর থেকে কার্যকর করার কথা। ন্যূনতম নতুন মজুরি ঘোষণা করা হয় আট হাজার টাকা। এর আগে ছিল পাঁচ হাজার ৩০০ টাকা। তবে শ্রমিকদের দাবি ছিল ১৬ হাজার টাকা।

জানতে চাইলে বিজি প্রেসের সহকারী পরিচালক লাল হোসেন কালের কণ্ঠকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রজ্ঞাপনটি সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়েছে। কেননা এতে কিছু ত্রুটি ছিল। তবে কী ধরনের ত্রুটি ছিল সেই ব্যাপারে তিনি মুখ খুলতে চাননি।

চলতি বছরের শুরুর দিকে পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছিল সরকার। এরপর মজুরি বোর্ডের সঙ্গে শ্রমিক মালিক ত্রিপক্ষীয় অনেক দেন-দরবারের পর গত ১২ সেপ্টেম্বর ২০১৩ সালের থেকে প্রায় ৫১ শতাংশ বৃদ্ধি করে নতুন মজুরি ঘোষণা দেওয়া হয় আট হাজার টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here