অন্যান্য দেশের মতো বাংলাদেশেও কর্মক্ষেত্রে নারীর প্রতি সহিংসতা বাড়ছে। এ কারণে ৮০ শতাংশ থেকে পোশাক খাতে নারী শ্রমিকের অংশ কমে এখন ৬১ শতাংশে নেমে এসেছে।
পোশাক খাতে নারী শ্রমিকের প্রতি সহিংসতা বিষয়ক এক সেমিনারে গতকাল সোমবার এসব কথা বলেছেন বক্তারা। এ বিষয়টিকে যথাযথ গুরুত্ব দিয়ে প্রতিকারের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তারা। নেদারল্যান্ডস ভিত্তিক উন্নয়ন সংস্থা এসএনভি জাতীয় প্রেস ক্লাবে এই সেমিনারের আয়োজন করে।
নেদারল্যান্ডস দূতাবাসের এসআরএইচআর বিষয়ক ফার্স্ট সেক্রেটারি ড. অ্যানি ভেস্টজেনস বলেন, বিশ্বব্যাপী কর্মক্ষেত্রে নারীর প্রতি সহিংসতা বাড়ছে। বিভিন্ন জরিপে বাংলাদেশেও এ ধরনের সহিংসতা বৃদ্ধির তথ্য উঠে আসছে।
মূল প্রবন্ধে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাজনীন আক্তার বলেন, জরিপ অনুযায়ী ২২ শতাংশ নারী শ্রমিক কারখানায় পুরুষ সহকর্মীর হাতে সহিংসতার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। এ কারণে নারীর শ্রমিকের হার ৮০ থেকে এখন ৬১ শতাংশে নেমে এসেছে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ প্রকল্পের পরিচালক ড. আবুল হোসেন বলেন, কর্মক্ষেত্রে নারীর প্রতি সহিংসতার বিষয়ে সরকার সচেতন। সহিংসতা প্রতিরোধে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও বক্তব্য দেন এসএনভির ওয়ার্কিং উইথ উইম্যান প্রকল্পের টিম লিডার ফারথিবা খান, উপদেষ্টা জামাল উদ্দিন, নারী পক্ষের সদস্য মাহিন সুলতান প্রমুখ।