বস্ত্র ও পোশাক শিল্পের ওপর চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হচ্ছে ১৫ নভেম্বর। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে এ মেলা অনুষ্ঠিত হবে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এর উদ্বোধন করবেন।
মেলায় যুক্তরাষ্ট্রসহ এশিয়া, ইউরোপের প্রায় ১২টি দেশ থেকে বস্ত্র ও পোশাক শিল্পের সঙ্গে জড়িত সব ধরনের যন্ত্রপাতি, প্রযুক্তি ও এক্সেসরিস উৎপাদনকারী, সরবরাহকারী ও আমদানিকারকরা এতে অংশ নেবেন। তারা তাদের পণ্যের নতুনত্ব ও এ খাতের সর্বশেষ অগ্রগতি তুলে ধরবেন। গতকাল শনিবার মেলার আয়োজক প্রতিষ্ঠান রেডকার্পেট৩৬৫ সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রেডকার্পেট৩৬৫-এর মার্কেটিং ডিরেক্টর ফাতেমাতুজ জোহরা, সিইও আহমেদ ইমতিয়াজ, বিকেএমইএর সিনিয়র যুগ্মসচিব মোয়াজ্জেম হোসেন, ওয়েল গ্রুপের চেয়ারম্যান ও সিইও সাঈদ নুরুল ইসলাম, পেপারলিফ বাংলাদেশের হেড অব বিজনেস হাসান মুরাদ চৌধুরী প্রমুখ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রফতানিকারক দেশ। ইউরোপীয় ইউনিয়নে ডেনিম কাপড় রফতানিতে শীর্ষে এবং নিটওয়্যারে বিশ্বে দ্বিতীয় বৃহত্তম দেশ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতি তিনজন ইউরোপীয়র মধ্যে একজন বাংলাদেশের তৈরি টি-শার্ট এবং যুক্তরাষ্ট্রের প্রতি পাঁচজনের মধ্যে একজন বাংলাদেশের তৈরি ডেনিম জিন্স পরে থাকেন। এ গুরুত্বপূর্ণ বস্ত্র ও পোশাক খাতের অগ্রযাত্রাকে ধরে রাখতে প্রয়োজন যথোপযোগী মেশিনারি, প্রয়োজনীয় কাঁচামাল, প্রতিনিয়ত সরবরাহ অতি জরুরি।
প্রদর্শনী সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।