Home Bangla Recent ১৫ মিলিয়ন ডলার বিনিয়োগ গার্মেন্টস শিল্পে

১৫ মিলিয়ন ডলার বিনিয়োগ গার্মেন্টস শিল্পে

বাংলাদেশী কোম্পানি মেসার্স স্টারলিং ক্লাসিকওয়্যারস্ লিমিটেড ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় ১৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে একটি তৈরি পোশাক শিল্প স্থাপন করতে যাচ্ছে। বাংলাদেশি মালিকানাধীন এই কোম্পানি বার্ষিক ১৫ মিলিয়ন পিস্ গার্মেন্টস পণ্য উৎপাদন করবে। স্টারলিং ক্লাসিকওয়্যারস কারখানায় ৫৬৭৭ জন বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এই উপলক্ষে গত ১ নভেম্বর ঢাকায় বেপজা নির্বাহী দপ্তরে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ ও মেসার্স স্টারলিং ক্লাসিকওয়্যারস লিমিটেডের মধ্যে একটি লিজ চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম এবং স্টারলিং ক্লাসিকওয়্যারস লিমিটেডের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে লিজ চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় বেপজার পক্ষে নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মুহম্মদ হাবিবুর রহমান খান, বিএসপি, এনডিসি, পিএসসি, সদস্য (অর্থ) মো. মিজানুর রহমান ও মহাব্যবস্থাপক (বিনিয়োগ উন্নয়ন) মো. আহসান কবীর উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here