তৈরি পোশাক শিল্পে ১৩ জানুয়ারি মজুরি কাঠামো সংশোধন করে সরকার। গতকাল সংশোধিত মজুরি কাঠামো প্রজ্ঞাপন আকারে জারি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। সংশোধিত মজুরি কাঠামো অনুযায়ী গ্রেডভেদে মূল মজুরি বাড়ানো হয়েছে ১০ থেকে ৫২৪ টাকা। আর মোট মজুরি বৃদ্ধি পেয়েছে ১৫ থেকে ৭৮৬ টাকা।
গত বছরের নভেম্বরে পোশাক খাতের শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো ঘোষণা করা হলে তাতে অসংগতির অভিযোগ তোলেন তারা। অসংগতির অভিযোগ এনে ডিসেম্বর থেকেই বিক্ষোভ ও শ্রমিক অসন্তোষ শুরু হয় বিভিন্ন কারখানায়। মাঝে অসন্তোষ কিছুটা স্তিমিত হলেও ৬ জানুয়ারি থেকে বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ-কর্মবিরতির ঘটনা বাড়তে থাকে। শ্রম অসন্তোষ নিরসনে ১৩ জানুয়ারি ছয় গ্রেডের শ্রমিকদের মজুরি সংশোধনের ঘোষণা দেয়া হয়।
সংশোধিত মজুরি কাঠামোয় গ্রেড সাত-এ মূল ও মোট মজুরি অপরিবর্তিত রয়েছে। ২০১৩ সালে এ গ্রেডের মূল মজুরি ছিল ৩ হাজার টাকা। ২০১৮ সালে পর্যালোচনার পর মূল মজুরি নির্ধারণ হয় ৪ হাজার ১০০ টাকা। নতুন সংশোধনীতেও মূল মজুরি ৪ হাজার ১০০ টাকাই পুনর্নির্ধারণ করা হয়েছে। একইভাবে মোট মজুরিও পুনর্নির্ধারণ হয়েছে ৮ হাজার টাকা।