তৈরি পোশাক কারখানার সব তথ্য ওয়েবসাইটে জানা যাবে। কারখানার অবস্থান, শ্রমিক সংখ্যা, উৎপাদন সক্ষমতা এবং কোনো ব্র্যান্ডের পোশাক তৈরি করা হয়- এমন সব তথ্য জানা যাবে। মূলত বিদেশি ক্রেতাদের সুবিধার্থে ওয়েবসাইটটি (https://map.rmg.org.bd) তৈরি করা হয়েছে। শনিবার কারওয়ান বাজারে বিজিএমইএ কার্যালয়ে ওয়েবসাইটটির প্রথম ধাপের উদ্বোধন করা হয়। ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও সিএন্ডএ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ওয়েবসাইটটি তৈরি করা হয়। এতে বিজিএমইএ, বিকেএমইএ ও শিল্প মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর সহায়তা করেছে। ‘ম্যাপড ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় প্রথম দফায় ঢাকা জেলাভিত্তিক পোশাক কারখানাগুলোর তথ্য সংবলিত ডিজিটাল ম্যাপটি উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।