Home Bangla Recent ১১ দফা দাবিতে রানা প্লাজা শ্রমিকের অনশন

১১ দফা দাবিতে রানা প্লাজা শ্রমিকের অনশন

আমাদের সাভার সংবাদদাতা জানান, গতকাল (২২ এপ্রিল) বিকেল থেকে মাহমুদুল হাসান হৃদয় নামের ওই ব্যক্তি রানা প্লাজার পরিত্যক্ত জায়গার সামনে এই অনশন শুরু করেন। রানা প্লাজা ধসে পড়ার আগে তিনি ভবনটির অষ্টম তলায় কাজ করতেন।

হৃদয় বলেন, “দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমি অনশন চালিয়ে যাবো।”

আমাদের সংবাদদাতা আরও জানান, এ পর্যন্ত কেবল অল্প কয়টি শ্রমিক সংগঠন হৃদয়ের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।

এদিকে, বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের (কেন্দ্রীয় কমিটি) সভাপতি রফিকুল ইসলাম জানান, তৈরি পোশাক শ্রমিকদের সব দাবি যৌক্তিক এবং সেগুলো মেনে নেওয়া কর্তৃপক্ষের দায়িত্ব।

উল্লেখ্য, ছয় বছর আগে ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৬ জনের প্রাণহানি ঘটে। আহত হন ১ হাজার ১৬৭ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here