বাংলাদেশের তৈরি পোশাক কারখানার পরিবেশ ও নিরাপত্তা উন্নয়ন কাজে ইউরোপের ক্রেতাদের জোট অ্যাকর্ড আরো ২৮১ দিন অর্থাৎ নয় মাস কাজ করতে পারবে৷ সুপ্রিমকোর্টের আপিল বিভাগ রবিবার এই আদেশ দেয়৷
বর্ধিত এ সময়ে পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ’র সাথে যৌথভাবে কাজ করবে সংস্থাটি৷ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন৷
আদেশে আরো বলা হয়, বর্ধিত এ সময়ে অ্যাকর্ডকে বিজিএমইএ’র সাথে স্বাক্ষরিত সমঝোতা স্বারক (এমওইউ) অনুযায়ী কাজ করে দায়িত্ব হস্তান্তর করতে হবে৷ আর অ্যাকর্ডে বিজিএমইএ’র একটি সেল গঠন করতে হবে৷ তারা যৌথভাবে কারখানা পরিদর্শন করবে৷
২০১৩ সালের ১৪ এপ্রিল সাভারে রানাপ্লাজা ধসে পোশাক কারখানার ১১শ’র অধিক শ্রমিক নিহত হওয়ার পর আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের পোশাক কারখানায় শ্রমিকদের নিরাপত্তা ও কর্ম পরিবেশের বিষয়টি প্রশ্নের মুখে পড়ে৷ সে প্রক্ষিতে বাংলাদেশের পোশাক কারখানায় শ্রমিদের নিরাপত্তা ও কাজের পরিবেশের উন্নয়নে ইউরোপীয় ক্রেতারা অ্যাকর্ড ও অ্যামেরিকার ক্রেতারা অ্যালায়েন্স নামে দু’টি আলাদা জোট গঠন করে৷ ইউরোপের ২০টি দেশের ২০০ ক্রেতার জোট হলো অ্যাকর্ড৷
এদিকে সুপ্রিমকোর্টের এই আদেশের পর এক বিবৃতিতে বিজিএমইএ অ্যাকর্ডের ২৮১ দিন কাজ করার ক্ষেত্রে ৪টি শর্তের কথা জানিয়েছে৷
শর্তগুলো হলো:
১. বিজিএমইএ ইউনিটের সঙ্গে সমঝোতা চুক্তি ছাড়া অ্যাকর্ড এককভাবে কারখানা বন্ধ করে দেওয়া বা কোনো কঠিন ব্যবস্থা নিতে পারবে না৷
২. কোনো একটি কারখানার ব্যর্থতার জন্য সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না৷
৩. নিরাপত্তা উদ্যোগের অংশ হিসেবে একাধিক পরিদর্শক সংস্থা কোনো কারখানা দ্বিতীয়বার পরিদর্শন করবে না৷
৪. বিজিএমইএ ইউনিট এবং অ্যাকর্ডের মধ্যে কোনো বিরোধের ক্ষেত্রে চূড়ান্ত নিষ্পত্তির জন্য বিষযটি আরসিসি-তে তোলা হবে৷
বিবৃতিতে বিজিএমইএ আরো জানায়, স্বাধীনভাবে পোশাক খাতের কমপ্ল্যায়েন্স মনিটরিং-এর জন্য তারা আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিল (আরএসসি) প্রতিষ্ঠা করার পরিকল্পনা হাতে নিয়েছে৷ পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ, পোশাক ক্রেতা ও এ শিল্পে নিয়োজিত কর্মীদের প্রতিনিধিরা মিলে এটি পরিচালনা করবেন৷ এক্ষেত্রে বিশেষজ্ঞদের নিয়ে একটি টেকনিক্যাল সাব-কমিটিও গঠন করা হবে বলে জানায় বিজিএমইএ৷ বুয়েট থেকে বিশেষজ্ঞকেও এ কাউন্সিলে যুক্ত করা হবে৷ এ বিষয়ক কাজের অগ্রগতির আরসিসি-কে নিয়মিতভাবে অবহিত করা হবে৷ সগঠনটি আরো জানায়, অ্যাকর্ডের ঢাকা অফিসে যত দ্রুত সম্ভব ‘বিজিএমইএ ইউনিট’ নামের একটি অপারেটিং ইউনিট প্রতিষ্ঠা করবে তারা৷