বাংলাদেশের তৈরি পোশাকে আমদানি শুল্ক কমানোর আশ্বাস দিয়েছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকার বাণিজ্যিক জোট মার্কোসার (ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়ের সমন্বয়ে গঠিত) সফরের প্রথম পর্যায়ের বৈঠকে বুধবার বাংলাদেশকে এ আশ্বাস দেয়া হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। উল্লেখ্য, ব্রাজিলে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প প্রবেশে আমদানি শুল্ক ৩৫ শতাংশ।
ব্রাজিলের বাণিজ্যমন্ত্রী এবং বৈদেশিক বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি একান্ত বৈঠক করেন। বৈঠকে টিপু মুনশি বলেন, বাংলাদেশের সঙ্গে ব্রাজিলের বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে। এ দেশের তৈরি পোশাক, ওষুধসহ বিভিন্ন পণ্যের বিপুল চাহিদা রয়েছে ব্রাজিলে। বাংলাদেশ বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রফতানিকারক দেশ।
ব্রাজিলের আমদানি শুল্ক বেশি হওয়ার কারণে প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশি পণ্য রফতানি সম্ভব হচ্ছে না। ফলে দু’দেশের বাণিজ্য ব্যবধান বেড়েই চলছে। বাণিজ্যমন্ত্রী বলেন, এ বাণিজ্য ব্যবধান কমানোর জন্য ব্রাজিলের উচ্চ আমদানি শুল্কহার কমানো দরকার। বাংলাদেশি পণ্য ব্রাজিলের বাজারে আমদানি বাড়াতে ব্রাজিল সরকার এবং আমদানিকারকদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট (এফটিএ) করা হলে ব্রাজিলের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের রফতানি বাড়বে। বৈঠকে ব্রাজিলের বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের পণ্য বিশেষ করে তৈরি পোশাক আমদানির ক্ষেত্রে উচ্চ শুল্কহার কমানোর আশ্বাস দেন। এ বছর অনুষ্ঠিতব্য মার্কোসারের শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) উপস্থাপনের জন্য আশ্বাস দেয়া হয়।