বাংলাদেশ ব্যাংকের রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকরা আরও বেশি ঋণ পাবেন।
এতোদিন এই তহবিল থেকে ১ কোটি ৫০ লাখ ( ১৫ মিলিয়ন) ডলার ঋণ পেতেন তারা। এখন ২ কোটি (২০ মিলিয়ন) ডলার পাবেন। মঙ্গলবার এ বিষয়ে একটি সার্কুলঅর জারি করে বাংলাদেশ ব্যাংক। সার্কুলারটি বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। সার্কুলারে বলা হয়, বাংলাদেশের রপ্তানি আয়ের অন্যতম প্রধান খাত নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সদস্যরা এখন থেকে ইডিএফ থেকে কাঁচামাল ও যন্ত্রাংশ সংগ্রহের জন্য ২ কোটি ডলার পর্যন্ত ঋণ পাবেন। বৈদেশিক মুদ্রা লেনদেনকারী (এডি) ব্যাংক শাখার মাধ্যমে গ্রাহককে আবেদন করে এ ঋণ নিতে হবে। এতোদিন বিকেএমইএ’র একজন সদস্য এই তহবিল থেকে দেড় কোটি ডলার পর্যন্ত ঋণ পেতেন। বিকেএমইএ’র আবেদনের পরিপেক্ষিতে এই ঋণসীমা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের একজন কর্মকর্তা। গত ৫ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরকে দেওয়া এক চিঠিতে বিকেএমইএ জানায়, ২০১৮ সালের মে মাসে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সদস্যদের জন্য ইডিএফ থেকে ঋণ নেওয়ার সীমা ২ কোটি থেকে বাড়িয়ে আড়াই কোটি ডলার করা হয়েছে। “আমরাও আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণ চাই।” রপ্তানি খাতে সহায়তা দিতে ১৯৮৯ সালে ইডিএফ চালু করা হয়। বর্তমানে এই তহবিলের আকার ৩৫০ কোটি (৩.৫ বিলিয়ন) ডলার।