Home বাংলা নিউজ পোশাক রফতানি মূল্যের উৎসে কর কমানো জরুরি বলছে সিপিডি

পোশাক রফতানি মূল্যের উৎসে কর কমানো জরুরি বলছে সিপিডি

চলমান সংকটে পোশাক খাতে বর্ধিত রফতানি মূল্যের উৎসে কর কমানো জরুরি বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

শনিবার (২০ জুন) ‘সিপিডি বাজেট সংলাপ ২০২০’ শীর্ষক এক ভার্চুয়াল অনুষ্ঠানে এ কথা জানানো হয়। সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন’র সঞ্চালনায় এতে মূল প্রতিবেদন তুলে ধরেন প্রতিষ্ঠানটির ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান।

সিপিডি বলছে, করোনা প্রাদুর্ভাবের কারণে দেশের তৈরি পোশাক খাত সংকটে রয়েছে। রফতানি কমে গেছে। এমন সময় প্রস্তাবিত বাজেটে রফতানির মূল্যের ওপর উৎসে কর দশমিক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে দশমিক ৫ শতাংশ করা হয়েছে। এটি কমোনো দরকার।

এর আগে বৈশ্বিক মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) দুর্যোগের মধ্যেই অর্থনীতি পুনরুদ্ধারের প্রত্যাশা সামনে রেখে ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথপরিক্রমা’ শিরোনামে গত ১১ জুন (২০২০-২১) অর্থবছরের ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাবনা উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

প্রস্তাবিত বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পোশাক কারখানার মালিকদের বড় সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) সন্তোষ প্রকাশ করে। তবে রফতানির মূল্যের ওপর উৎসে কর দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে দশমিক ৫ শতাংশ করায় কিছুটা অসন্তুষ্ট পোশাক কারখানার মালিকরা।

সংগঠনটি বলছে, গতবছর পোশাক শিল্পের আবদানের প্রেক্ষিতে উৎসে কর কমিয়ে দশমিক ২৫ শতাংশ হারে পুনঃনির্ধারণ করা হয়েছিল। শিল্পের এই কঠিন সময়ে উৎসে কর দশমিক ২৫ শতাংশ হারে আরও ৫ বছর অব্যাহত রাখতে অর্থমন্ত্রীর প্রতি বিজিএমইএ বিনীত অনুরোধ জানায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here