গত সপ্তাহে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় শীর্ষ স্থানটি দখল করেছে দুলামিয়া কটন। বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই দাম কমেছে। এতে কোম্পানিটির শেয়ার দাম ফ্লোর প্রাইস বা দাম কমার সর্বনিম্ন সীমায় এসে পোঁছেছে। এদিকে দাম কমে যাওয়ার পরও বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে মাত্র ২১ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড় লেনদেন হয়েছে চার হাজার ২০০ টাকা। অপরদিকে শেয়ারের দাম কমেছে চার দশমিক ৫৬ শতাংশ। টাকার অংকে প্রতিটি শেয়ারের দাম কমেছে দুই টাকা ৩০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ৪৮ টাকা ১০ পয়সায়, যা তার আগের সপ্তাহ শেষে ছিল ৫০ টাকা ৪০ পয়সা। সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেনেই কোম্পানিটির শেয়ার দাম কমে ফ্লোর প্রাইসে নেমে আসে। ফলে নতুন করে দাম কমার সুযোগ না থাকায় সপ্তাহের বাকি চার কার্যদিবস শেয়ারের দাম একই স্থানে আটকে থাকে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, সাত কোটি ৫৫ লাখ ৭০ হাজার টাকা পরিশোধিত মূলধনের এই কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৭৫ লাখ ৫৬ হাজার ৬০০টি। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে আছে ৩৩ দশমিক ১৬ শতাংশ শেয়ার। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ৬৩ দশমিক ৪৪ শতাংশ। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে তিন দশমিক ৪০ শতাংশ শেয়ার আছে। দুলামিয়া কটনের পরেই গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় ছিল ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম কমেছে তিন দশমিক ৬০ শতাংশ। এর পরেই রয়েছে শাহিনপুকুর সিরামিক। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ার দাম কমেছে তিন দশমিক ৫৭ শতাংশ। এছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ তালিকায় থাকা প্রতিষ্ঠানের মধ্যে-অ্যারামিট সিমেন্টের তিন দশমিক ৩১ শতাংশ, মেঘনা সিমেন্টের তিন দশমিক শূন্য ৭ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটারের দুই দশমিক শূন্য ২ শতাংশ, এনসিসি ব্যাংকের এক দশমিক ৭১ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের এক দশমিক ৫৪ শতাংশ, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ডের এক দশমিক ৪৩ শতাংশ এবং রিলায়েন্স ইন্স্যুরেন্সের এক দশমিক ৩৬ শতাংশ দাম কমেছে।