দেশে তৈরি পোশাকশিল্প খাতের শ্রমিকদের মধ্যে আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে যৌথভাবে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা পুরুষ শ্রমিকদের চেয়ে নারী শ্রমিকদের মধ্যে বেশি। অন্যদিকে, আর্থিক সিদ্ধান্ত নিজে নেওয়ার প্রবণতা নারীদের থেকে পুরুষদের বেশি। সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) ও মাইক্রো ফাইন্যান্স অপরচুনিটিজের (এমএফও) যৌথ উদ্যোগে করা এক জরিপে এ তথ্য উঠে এসেছে। বাংলাদেশের পোশাকশ্রমিকদের জীবন ও জীবিকার ওপর কোভিড-১৯ মহামারির প্রভাব মূল্যায়ন করতে ১৪ সপ্তাহ ধরে ১৩৬৭ জন শ্রমিকের ওপর একটি জরিপ চালিয়েছে। জরিপে অংশ নেওয়া শ্রমিকরা চট্টগ্রাম, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও সাভারের বিভিন্ন কারখানায় কর্মরত। অংশগ্রহণকারীদের তিন-চতুর্থাংশ নারী। জরিপে শ্রমিকদের আয়ব্যবস্থাপনা, ব্যয়, সঞ্চয় এবং শিক্ষাসংক্রান্ত সিদ্ধান্তের ওপর আলোকপাত করা হয়েছে। গতকাল সোমবার এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে। জরিপে দেখা যাচ্ছে, ৪৪ শতাংশ পোশাকশ্রমিক নিজেদের উপার্জনের ব্যবস্থাপনা নিজেরাই করে থাকেন। এক্ষেত্রে পুরুষদের মধ্যে শতকরা ৬২ শতাংশ ও নারীদের মধ্যে শতকরা ৩৯ শতাংশ, উপার্জনসংক্রান্ত সিদ্ধান্ত নিজেরাই নিয়ে থাকেন। শতকরা ৩৬ শতাংশ পোশাকশ্রমিক উপার্জনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্য কারো সঙ্গে মিলে সিদ্ধান্ত নেন। উপার্জন ব্যবস্থাপনার দায়িত্ব কার, এ প্রশ্নের উত্তরে ৪৪ শতাংশ পোশাকশ্রমিক জানিয়েছেন, এ সংক্রান্ত সিদ্ধান্ত তারা নিজেরাই গ্রহণ করেন। পুরুষদের মধ্যে শতকরা ৬২ শতাংশ ও নারীদের মধ্যে শতকরা ৩৯ শতাংশ, উপার্জনসংক্রান্ত সিদ্ধান্ত নিজেরাই নিয়ে থাকেন। উপার্জিত অর্থ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ৩৬ শতাংশ পোশাকশ্রমিক অন্য কারো সঙ্গে মিলে সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব ভাগাভাগি করে নেন নারীদের মধ্যে ৩৬ শতাংশ ও পুরুষদের মধ্যে ২৩ শতাংশ। জরিপে আরো দেখা যায়, ১৪ শতাংশ পোশাকশ্রমিক, উপার্জনের নিজেদের যতটুকু দরকার রেখে বাকিটা অন্য কারো কাছে দিয়ে দেন। নারীদের মধ্যে ১৫ শতাংশ ও পুরুষদের মধ্যে ১১ শতাংশ এ কাজ করে থাকেন। অর্থ ব্যয়ের সিদ্ধান্ত কে নেয়, এ প্রশ্নের উত্তরে ২৯ শতাংশ পোশাকশ্রমিক জানিয়েছেন যে সিদ্ধান্ত তারাই নেন। নারীদের মধ্যে ২৪ শতাংশ ও পুরুষদের মধ্যে ৪৫ শতাংশ ব্যয়সংক্রান্ত সিদ্ধান্ত নিজেরাই গ্রহণ করেন। অর্থ ব্যয়ের ক্ষেত্রে ৬১ শতাংশ পোশাকশ্রমিক, পরিবারের সদস্যদের সঙ্গে মিলে সিদ্ধান্ত নেন। নারীদের মধ্যে ৬৫ শতাংশ ও পুরুষদের মধ্যে ৪৬ শতাংশ জানান যে, ব্যয়সংক্রান্ত সিদ্ধান্ত পুরো পরিবার মিলে গ্রহণ করে থাকেন। সঞ্চয়সংক্রান্ত সিদ্ধান্ত কে নেয়, এ প্রশ্নের উত্তরে ৩৫ শতাংশ পোশাকশ্রমিক জানিয়েছেন যে তারা নিজেরাই নেন। সঞ্চয়সংক্রান্ত সিদ্ধান্ত নারীরা কম গ্রহণ করেন বলে জানিয়েছেন। নারীদের মধ্যে ৩০ শতাংশ ও পুরুষদের মধ্যে ৪৯ শতাংশ সঞ্চয়সংক্রান্ত সিদ্ধান্ত নেন। নিজেদের সন্তানদের শিক্ষার ব্যাপারে সিদ্ধান্ত কে নেয়, এ প্রশ্নের উত্তরে, ২৬ শতাংশ পোশাকশ্রমিক জানিয়েছেন যে তারা নিজেরাই সিদ্ধান্ত নেন।