Home বাংলা নিউজ এখনও বোনাস পাননি প্রায় ৫শ’ পোশাক কারখানার শ্রমিক

এখনও বোনাস পাননি প্রায় ৫শ’ পোশাক কারখানার শ্রমিক

সোমবার (২৭ জুলাই) পর্যন্ত ঈদের কর্মীদের ঈদের বোনাস দিয়ে বিজিএমইএ সদস্যভুক্ত ১৩৭৮টি কারখানা। শতাংশের হিসাবে এখনও ২৬ শতাংশ পোশাক কারখানা বোনাস পরিশোধ করেনি। যদিও ২৭ জুলাইয়ের মধ্যে পোশাক কর্মীদের ঈদের বোনাস দেয়ার কথা জানিয়েছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী। সোমবার (২৭ জুলাই) গণমাধ্যমে বোনাস পরিশোধের হালনাগাদ তথ্য জানিয়েছে দেশের তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ।সংগঠনটির পাঠানো তথ্যে দেখা যায়, বর্তমানে বিজিএমইএ সদস্য মোট ১৮৭৪টি কারখানার মধ্যে ২৭ জুলাই পর্যন্ত কর্মীদের ঈদের বোনাস দিয়েছে ৭৪ শতাংশ কারখানা। আর বোনাস পরিশোধের প্রক্রিয়াধীন রয়েছে ৪৯৬টি কারখানায়।অঞ্চলভিত্তিক বিভাজনে দেখা যায়, ঢাকা মেট্রোপলিটন এলাকায় ৩২২টি কারখানার মধ্যে বোনাস দিয়েছে ২৩৫টি কারখানা আর গাজীপুরের ৭১৩টি কারখানার মধ্যে ৫২৫টি, সাভার-আশুলিয়া এলাকার ৪১২টির মধ্যে ৩৫৫টি, নারায়ণগঞ্জের ১৯৫টির মধ্যে ১৪৩টি কারখানা তাদের বোনাস পরিশোধ করেছে। চট্টগ্রাম অঞ্চলের ২৩২টি কারখানার মধ্যে এখনও বোনাস দিতে পারেনি ১১২টি কারখানা।এর আগে গত ২০ জুলাই দুপুরে রাজধানীর বিজয়নগরে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের সভা শেষে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের ঈদুল আজহার বোনাস ২৭ জুলাইয়ের মধ্যে পরিশোধ করার কথা জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। ওই দিনই জানানো হয় চলতি মাসের অর্ধেক বেতন পরিশোধ করা হবে ৩০ জুলাই মধ্যে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here