Home বাংলা নিউজ ৯৪ ভাগ পোশাক কারখানার জুনের বেতন পরিশোধ: বিজিএমইএ

৯৪ ভাগ পোশাক কারখানার জুনের বেতন পরিশোধ: বিজিএমইএ

তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর সদস্যভুক্ত ৯৪ ভাগ কারখানার জুন মাসের বেতন পরিশোধ করা হয়েছে। সোমবার (২০ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো তৈরি পোশাক কারখানার জুন মাসের বেতন পরিশোধের হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য জানিয়েছে বিজিএমইএ। সংখ্যার হিসাবে, সংগঠনটির সদস্য কারখানার ১৯২৬টির মধ্যে ১৮১৪টি কারখানার শ্রমিক তাদের জুন মাসের বেতন পেয়েছেন। এখনও ১১২টি পোশাক কারখানা বেতন পরিশোধের প্রক্রিয়াধীন রয়েছে। অঞ্চলভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, ঢাকা মেট্রোপলিটন এলাকায় অবস্থিত মোট ৩৩৩টি কারখানার মধ্যে এখনও বেতন পরিশোধ করা হয়নি ৪১টি কারখানার। আঞ্চলিক বিভাজনে বেতন পরিশোধের প্রক্রিয়ায় থাকা এ সংখ্যাটিই সর্বোচ্চ। গাজীপুরের ৭১৩টি কারখানার মধ্যে বেতন পরিশোধ করা হয়েছে ৭০৮টি কারখানার। সাভার-আশুলিয়া অঞ্চলের ৪১২টির মধ্যে ৩৯৯টিতে, নারায়ণগঞ্জের ১৯৮টির মধ্যে ১৮৩টির ও চট্টগ্রামের ২৫২টির মধ্যে ২১৪টি কারখানার বেতন ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। এছাড়া দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকায় অবস্থিত ১৮টি কারখানার সবকটির শ্রমিক তাদের জুন মাসের বেতন পেয়েছেন। এদিকে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের ঈদের আগামী ২৭ জুলাই এবং চলতি মাসের অর্ধেক বেতন ৩০ জুলাইয়ের মধ্যে পরিশোধ করার কথা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে আয়োজিত শিল্প মালিক-শ্রমিক ও সরকার এই তিনপক্ষের (ত্রিপক্ষীয়) পরামর্শ পরিষদের সভা শেষে একথা জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here