Home বাংলা নিউজ ডিসেম্বর পর্যন্ত পোশাকের কার্যাদেশ রয়েছে সক্ষমতার ৩৫ শতাংশ: বিজিএমইএ

ডিসেম্বর পর্যন্ত পোশাকের কার্যাদেশ রয়েছে সক্ষমতার ৩৫ শতাংশ: বিজিএমইএ

করোনাভাইরাসের কারণে মন্দার কবলে পড়েছে দেশের তৈরি পোশাক। চলতি অর্থবছরের প্রথম ৬ মাস অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বিজিএমইএ সদস্য কারখানাগুলোতে পোশাক প্রস্তুতের কার্যাদেশ রয়েছে মোট সক্ষমতার মাত্র ৩৫ শতাংশ। শুক্রবার (২৪ জুলাই) রাতে গণমাধ্যমে এই তথ্য জানিয়েছে দেশের তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। এই ৬ মাসে পোশাকের মূল্য গতবারের একই সময়ের তুলনায় ১৪ শতাংশ কমার দাবি সংগঠনটির। রপ্তানিমুখী ১শ’টি কারখানার ওপর চালিয়ে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই ফলাফলের কথা জানিয়েছে সংগঠনটি। আগামী অক্টোবর, নভেম্বর, ও ডিসেম্বরে কার্যাদেশ কিছুটা বাড়তে পারে। সংগঠনটির দেয়া তথ্যে মাসভিত্তিক কার্যাদেশে দেখা যায়, জুলাইয়ে কার্যাদেশ রয়েছে মোট সক্ষমতার ৫৬ শতাংশ, আগস্টে রয়েছে ৪৮ শতাংশ, সেপ্টেম্বরে ৩৮ শতাংশ, অক্টোবরে ৩০ শতাংশ, নভেম্বররে ২১ শতাংশ ও কারখানাগুলোতে ডিসেম্বরের কার্যাদেশ রয়েছে ১৭ শতাংশ। সদ্য সমাপ্ত অর্থবছরে মোট প্রায় ২৮ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। যা এর আগের অর্থবছরের তুলনায় ১৮.১২ শতাংশ কম। করোনা মহামারীকালে কার্যাদেশ হারিয়ে এপ্রিল, মে, জুন এই তিন মাসে বিজিএমইএ’র সদস্যভুক্ত ৩৪৮টি কারখানা তাদের উৎপাদন বন্ধ করে দিয়েছে বলেও জানিয়েছে সংগঠনটি। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here