Home Apparel পোশাক শ্রমিকদের ৩৪ শতাংশ পরিবারের একমাত্র উপার্জনকারী

পোশাক শ্রমিকদের ৩৪ শতাংশ পরিবারের একমাত্র উপার্জনকারী

পোশাক শ্রমিকদের ৩৪ শতাংশ তাদের পরিবারের একমাত্র উপার্জনকারী বলে এক জরিপে উঠে এসেছে। সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) ও মাইক্রো ফাইন্যান্স অপরচুনিটিজ (এমএফও) এক হাজার ৩৬৭ জন শ্রমিকের ওপর জরিপ চালিয়ে এ তথ্য তুলে এনেছে। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সানেম জানায়, জরিপে অংশ নেওয়া শ্রমিকদের মধ্যে ৩৪ শতাংশ জানায় তারা পরিবারের একমাত্র উপার্জনকারী। এর মধ্যে ২৬ শতাংশ নারী ও ৬০ শতাংশ পুরুষ। এর বিপরীতে ৬৬ শতাংশ শ্রমিক জানায়, তাদের পরিবারে তারা ছাড়াও আরো অন্তত একজন উপার্জনকারী আছে। দেশের পোশাক শ্রমিকদের জীবন ও জীবিকার ওপর কভিড-১৯ মহামারির প্রভাব মূল্যায়ন করতে ১৫ সপ্তাহ ধরে শ্রমিকদের ওপর ধারাবাহিকভাবে জরিপ চালিয়ে আসছে সানেম। জরিপে অংশ নেওয়া শ্রমিকদের মধ্যে চট্টগ্রাম, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও সাভারের বিভিন্ন কারখানায় কর্মরত শ্রমিক আছেন। অংশগ্রহণকারীদের তিন-চতুর্থাংশ নারী। জরিপে আরো বলা হয়, ৯১ শতাংশ পরিবার জানায় তাদের পরিবারে আরো একজন উপার্জনকারী আছে, ৯ শতাংশ পরিবার জানায় দুজন উপার্জনকারী আছে এবং ১ শতাংশ পরিবার জানায় তিন বা তারও বেশি উপার্জনকারী আছে তাদের পরিবারে। এ বছরের মার্চ থেকে জুন মাসে এই জরিপ চালানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here