Home বাংলা নিউজ সহায়তা পেলেন ৯১ পোশাক শ্রমিক

সহায়তা পেলেন ৯১ পোশাক শ্রমিক

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কেন্দ্রীয় তহবিল থেকে তৈরি পোশাক খাতের সংগঠন বিজিএমইএর অন্তর্ভুক্ত বিভিন্ন পোশাক কারখানার ৯১ জন শ্রমিকের মৃত্যুজনিত সহায়তা হিসেবে এক কোটি ৮২ লাখ টাকা দেওয়া হয়েছে। গতকাল রবিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে পোশাকশিল্পের শ্রমিকদের সহায়তার জন্য গঠিত কেন্দ্রীয় তহবিল থেকে বিজিএমইএর প্রতিনিধির হাতে এ সহায়তার চেক তুলে দেওয়া হয়। মন্ত্রণালয়ের সচিব কে এম আবদুস সালাম, কেন্দ্রীয় তহবিলের মহাপরিচালক মো. আমীর হোসেন, বিজিএমইএর সচিব কমোডর মোহাম্মদ আবদুর রাজ্জাক (অব.), বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক-কর্মচারী লীগের সভাপতি এবং বোর্ডের সদস্য সিরাজুল ইসলাম রনি, মহিলা শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দা খাইরুন নাহার তামরিন সভায় অংশগ্রহণ করেন। বোর্ড সভায় কেন্দ্রীয় তহবিলের আপৎকালীন হিসাব থেকে বিজিএমইএর অন্তর্ভুক্ত বন্ধ ঘোষিত একটি গার্মেন্ট কারখানার শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের জন্য ২৫ লাখ ৮৯ হাজার টাকার আর্থিক সহায়তার অনুমোদন দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here