তৈরি পোশাক বাংলাদেশের শীর্ষ রপ্তানি পণ্য। প্রতিবছর তৈরি পোশাক রপ্তানি করে বাংলাদেশ বিপুল পরিমাণ অর্থনৈতিক মুদ্রা আয় করে থাকে। আর একক দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র এ পণ্যের সবচেয়ে বড় ক্রেতা। যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের আওতাধীন অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলসের (ওটিইএক্সএ) এক পরিসংখ্যানে দেখা গেছে, ২০২০ সালের প্রথম আট মাসে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি কমেছে ১৪ দশমিক ৫৬ শতাংশ। ২০২০ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ৩৪৮ কোটি ৫৩ লাখ ৫৩ হাজার ডলারের পোশাক রপ্তানি করেছে। গত বছরের একই সময়ে রপ্তানির পরিমাণ ছিল ৪০৭ কোটি ৯৫ লাখ ২২ হাজার ডলার এ হিসাবে আট মাসে বাংলাদেশ থেকে ৫৯ কোটি ৪১ লাখ ৬৯ হাজার ডলারের পোশাক কম ক্রয় করেছে যুক্তরাষ্ট্র। করোনা মহামারীর প্রভাবে বিশ্বব্যাপী সৃষ্ট অর্থনৈতিক অচলাবস্থা ও মন্দার কারণে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রতিযোগী ভিয়েতনাম, চীন, ভারত, পাকিস্তান, ফিলিপাইন, ইন্দোনেশিয়াসহ সব দেশ থেকেই পোশাক আমদানি কমিয়েছে যুক্তরাষ্ট্র।