Home Apparel পোশাক শিল্পের শৃঙ্খলায় সিএমপির সহযোগিতা অব্যাহত থাকবে

পোশাক শিল্পের শৃঙ্খলায় সিএমপির সহযোগিতা অব্যাহত থাকবে

এ জনপদের তৈরি পোশাক শিল্পের শান্তি শৃঙ্খলা রক্ষায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন পুলিশ কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিজিএমইএর প্রথম সহ-সভাপতি মোহাম্মদ আবদুস সালামের নেতৃত্বে বিজিএমইএ নেতারা দামপাড়া পুলিশ লাইন্সের কমিশনার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন। এ সময় বিজিএমইএর সহ-সভাপতি এএম চৌধুরী সেলিম, পরিচালক খন্দকার বেলায়েত হোসেন, মোহাম্মদ আতিক এবং এনামুল আজিজ চৌধুরী ও সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এসএম মোস্তাক আহমেদ খান, উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ আমির জাফর উপস্থিত ছিলেন।

মোহাম্মদ আবদুস সালাম নতুন পুলিশ কমিশনারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি চট্টগ্রামের তৈরি পোশাক শিল্প সেক্টরে শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার ব্যাপারে সিএমপি কর্তৃক সব সময় প্রদত্ত সহযোগিতার জন্যে আন্তরিক ধন্যবাদ জানান। তৈরি পোশাক শিল্পের প্রতি সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে পুলিশ কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর বিজিএমইএ নেতাদের আশ্বাস দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here