Home Apparel তৈরি পোশাক শিল্পের সংস্কারে ৬৪ মিলিয়ন ইউরোর পিএফআই চুক্তি স্বাক্ষর

তৈরি পোশাক শিল্পের সংস্কারে ৬৪ মিলিয়ন ইউরোর পিএফআই চুক্তি স্বাক্ষর

তৈরি পোশাক শিল্পের প্রসারের লক্ষ্যে এ খাতের ভবনের অগ্নি নির্বাপক, কর্মপরিবেশ উন্নয়ন, শ্রমিকের নিরাপত্তা এবং সর্বোপরি পরিবেশ-বান্ধব বা নিরাপত্তা জোরদার করতে ৬৪ মিলিয়ন ইউরোর ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট প্রমোশন প্রজেক্ট (পিএফআই) চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এজেন্সি ফ্রাঞ্চাইজ ডেভলপমেন্টের (এএফডি) ৫০ মিলিয়ন ইউরো ঋণ ও ইইউ, কেএফডব্লিউ এবং জিআইজেড প্রদত্ত অনুদান ও বাংলাদেশ ব্যাংক প্রদত্ত তহবিলসহ মোট ১৪ দশমিক ২৯ মিলিয়ন ইউরোর সমন্বয়ে এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের অধীনে বাস্তবায়িত ‘প্রোগ্রাম টু সাপোর্ট সেফটি রেট্রোফিটস এন্ড এনভায়রনমেন্টাল আপগ্রেডস ইন দি বাংলাদেশি রেডি-মেড গার্মেন্টস সেক্টর প্রজেক্ট (এসআরইইউপি)’- শীর্ষক প্রকল্পটির পিএফআই স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকে এই পিএফআই স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবু ফরাহ মো. নাছের, প্রকল্প পরিচালক মো. আব্দুল মান্নানসহ প্রকল্প কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ প্রকল্পের আওতায় প্রাক-অর্থায়ন সুবিধা গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংকের নির্বাচিত চারটি ব্যাংক, প্রাইম ব্যাংক লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল), ঢাকা ব্যাংক লিমিটেড ও এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ প্রকল্পের আওতায় এ পর্যন্ত মোট ১৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর সম্পাদিত হলো।

অনুষ্ঠানে নির্বাহী পরিচালক আবু ফরাহ মো. নাছের তার বক্তব্যে বলেন, স্বল্প সুদ হার এবং আর্থিক প্রণোদনা, এ দুই বৈশিষ্ট্যের কারণে এ প্রকল্পটি একটি ব্যতিক্রমী প্রকল্প। এ প্রকল্পের আওতায় তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠানগুলো স্বল্প সুদে (সর্বোচ্চ ৭ শতাংশ) ঋণ সুবিধা পাবে এবং যথাযথ সংস্কারকাজ সম্পাদন সাপেক্ষে আর্থিক প্রণোদনা সুবিধা প্রদান করা হবে। এ প্রকল্পের অন্যতম ব্যতিক্রমী বৈশিষ্ট্য হচ্ছে, ঋণের যথাযথ ব্যবহারকরণকে উৎসাহিত করার লক্ষ্যে ঋণপ্রস্তাব অনুযায়ী নিরাপত্তাজনিত সংস্কারকাজ যথাযথভাবে সম্পন্ন শেষে ১০ শতাংশ এবং পরিবেশগত উন্নয়ন সম্পর্কিত সংস্কার কার্যক্রম যথাযথভাবে সম্পাদন সাপেক্ষে ২০ শতাংশ হারে আর্থিক প্রণোদনা দেয়া হবে। তিনি বলেন, ঋণ গ্রহণকারী তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলোকে উক্ত আর্থিক প্রণোদনার মধ্যে নির্দিষ্ট আনুপাতিক হারে (৯০ অনুপাত ১০) আর্থিক প্রণোদনা প্রদান করা হবে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, তৈরি পোশাক শিল্প কারখানার মালিকগণ এ্যাকর্ড, এ্যালায়েন্স ও এনটিপিএ’র উল্লিখিত কমপ্লায়েন্সজনিত বিষয়ে ভবনের বৈদ্যুতিক সংযোগ, অগ্নি নির্বাপক ও কাঠামোগত সংস্কারসহ কর্মপরিবেশ উন্নয়ন, শ্রমিকের নিরাপত্তা এবং সর্বোপরি পরিবেশ-বান্ধব বা নিরাপত্তা জোরদার বিষয়ক বিনিয়োগের জন্য এ প্রকল্পের আওতায় নির্বাচিত পারটিসিপেটিং ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউট, পিটিআই-এর মাধ্যমে ঋণ গ্রহণ করতে পারবেন। এছাড়া, তৈরি পোশাক খাতের প্রতিষ্ঠানসমূহকে নিরাপত্তা ও পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং প্রকল্পের আওতায় ঋণ প্রস্তাব তৈরির জন্য প্রয়োজনীয় কারিগরী সহায়তা প্রদান এবং প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন সংশ্লিষ্ট বিষয় এর উপর প্রশিক্ষণ প্রদান করা হবে। ফলে, এ খাতের টেকসই উন্নয়ন ঘটবে যা প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থায় বাংলাদেশের  তৈরি পোশাক খাতের সম্ভাবনাকে আরও বেগবান ও টেকসই করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here